তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। বাংলাদেশে আসার আগে মঙ্গলবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে সিরিজ নিয়ে লক্ষ্য, ঘাটতি এবং সম্ভাবনার কথা বলেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। কুড়ি কুড়ির ফরম্যাটে লিটন দাসদের সমীহও করছেন।
সফরে পাকিস্তান দলে নতুন মুখ বাহাতি পেসার সালমান মির্জা। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন সহ-অধিনায়ক শাদাব খান ও পেসার হারিস রউফ। দলে জায়গা হয়নি তিন তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির। তবে অভিজ্ঞদের ঘাটতি পুষিয়ে নেওয়ার আশা শুনিয়েছেন পাকিস্তানের কাপ্তান।
ঘরের মাঠে বাংলাদেশের শক্তিমত্তার কথা শুনিয়ে সালমান বলেছেন, ‘বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। আসন্ন ম্যাচগুলোর পরিস্থিতি বিবেচনায় অনুশীলন ক্যাম্পটি করাচিতে করেছি। আমরা পরবর্তী সিরিজের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে এগোচ্ছি। নিজ মাঠে বাংলাদেশ একটি চ্যালেঞ্জিং দল হতে পারে।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ২০ জুলাই। পরের দুটি ২২ এবং ২৪ জুলাই। সিরিজের তিনটি ম্যাচই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসবে। ওই সিরিজের জন্য এখনও দল জানায়নি বিসিবি। পাকিস্তানের ঘোষিত দল নিয়ে বিস্তর আলোচনা। বিশেষ করে তিন সিনিয়রকে (বাবর, শাহিন-রিজওয়ান) দলে না রাখায় বেশ সমালোচনা হচ্ছে। অনেকেই মনে করছেন পাকিস্তানে এই তিন তারকার দিন শেষ।
যদিও সেই বিষয়টি উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক, ‘আমাদের এমন খেলোয়াড় প্রয়োজন যারা যেকোনো সময় কাউকে রিপ্লেস করতে পারে। তাই আমরা বেঞ্চ শক্তিশালী করে গড়ে তুলছি। ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবে ২৫ জন খেলোয়াড়ের একটি পুল চূড়ান্ত করেছি। ওই ২৫ জনকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দেখা যাবে। শাহিন, বাবর ও রিজওয়ান সিনিয়র খেলোয়াড়। তারা এই পুলের অন্তর্ভুক্ত।’
যাদের নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন