নাঈমুর রহমান রিজভী, কুবি:
বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার জন্য একাডেমিক কার্যক্রমের পাশাপাশি থাকে বিভিন্ন সংগঠন। যেখানে শিক্ষার্থীরা নিজেকে যোগ্য করে তোলার বিভিন্ন দীক্ষা পান। বৈশ্বিক যোগাযোগের অন্যতম মাধ্যম ভাষা। এর মাধ্যমে উন্নত ক্যারিয়ার গড়ার সুযোগ থাকলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোন ল্যাংগুয়েজ ক্লাব নেই। এতে বিদেশি ভাষা চর্চা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। অন্যসব সহ – শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ল্যাংগুয়েজ ক্লাবও গঠন করার দাবি জানিয়েছেন কুবি শিক্ষার্থীরা।
বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, ইংরেজিসহ বিশ্বের বিভিন্ন ভাষায় প্রায়োগিক দক্ষতা অর্জনের জন্য ল্যাংগুয়েজ ক্লাবের প্রয়োজন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও ল্যাংগুয়েজ ক্লাব রয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের ভাষা, কৃষ্টি, আচার ও সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার জন্যও প্রয়োজন এই ক্লাবের। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মকর্তাসহ সকলে ক্লাবের কার্যক্রমের সাথে জড়িত হয়ে নিজেদের ভাষার প্রায়োগিক দক্ষতা বৃদ্ধি করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের নতুনভাবে পরিচয় করাতে পারবেন বলে দাবি করেন শিক্ষার্থীরা।
খোঁজ নিয়ে জানা যায়, ঢাবি এবং চবিতে ভাষা চর্চার জন্য রয়েছে আধুনিক ভাষা ইনিস্টিউট। পাশাপাশি জাবিতে রয়েছে ভাষা শিক্ষা কেন্দ্র এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে ল্যাংগুয়েজ ক্লাব। সেখানে শিক্ষার্থীদের বিভিন্ন দেশের ভাষা সম্পর্কে জ্ঞান দেওয়া হয়।
ম্যানেজমেন্ট ১০ম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ রাইহান জিসান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে কোন ল্যাংগুয়েজ ক্লাব নেই। প্রত্যেক ডিপার্টমেন্টে যদি একটা ইংলিশ ল্যাংগুয়েজ কোর্সের ব্যবস্থা করা হয় তাহলে শিক্ষার্থীদের অতিরিক্ত টাকা খরচ করে স্পোকেন বা ল্যাংগুয়েজ কোর্স করতে হবে না। যেখানে দেশের ভালো মানের বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজি ছাড়াও বিদেশি ভাষা চর্চার সুযোগ রয়েছে সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান কোথায়? তাই আমি মনে করি আমাদের বিশ্ববিদ্যালয়ে ল্যাংগুয়েজ ক্লাব প্রতিষ্ঠা করা প্রয়োজন।
মার্কেটিং বিভাগের প্রভাষক মাহফুজুর রহমান বলেন, যেকোনো ধরনের কমিউনিকেশনের জন্য ল্যাংগুয়েজের প্রয়োজন। হোক সেটা লিখিত কিংবা মৌখিক। আমরা সাধারণত ল্যাংগুয়েজ বলতে ইংলিশকে বুঝি। কিন্তু ল্যাংগুয়েজ বলতে স্পেনিশ, জার্মান, চাইনিজসহ অন্যান্য ভাষাকেও বুঝায়। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য ইংরেজি ছাড়াও অন্য ভাষার জ্ঞান প্রয়োজন হয়। ল্যাংগুয়েজ ক্লাবকে কো-কারিকুলার অ্যাকটিভিটিস এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম সারির সংগঠনের মধ্যে অন্তর্ভুক্ত করা দরকার বলে আমি মনে করি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় একটা উন্মুক্ত জ্ঞান চর্চা কেন্দ্র। আমাদের বিশ্ববিদ্যালয়ে ল্যাংগুয়েজ ক্লাব অবশ্যই দরকার। এক্ষেত্রে কেউ যদি উদ্যোগ নেই আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করবো।
আরএইচ/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন