মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

শিরোনাম

শনিবার তুরস্কে ওআইসি সম্মেলনে যোগ দেবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫

প্রিন্ট করুন

তুরস্কের ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসি সম্মেলনে অংশ নিতে যাচ্ছেনইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৃহস্পতিবার (১৯ জুন) তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক সূত্র এ তথ্য জানিয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে শনিবার (২১ জুন) এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সূত্র জানায়, ৫১তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বিশেষ এই অধিবেশনে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে বৃহস্পতিবার আরাক শহরের খোন্দাব পারমাণবিক স্থাপনায় চালানো হামলা এই বৈঠকের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

তুরস্ক ইসরায়েলের কর্মকাণ্ডকে অবৈধ বলে আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছে। বলেছে, ইরান বৈধভাবেই আত্মরক্ষা করছে। দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী ভাষণে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিরদান মুসলিম দেশগুলোকে এ অঞ্চলে ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবেন বলে জানা গেছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানও সম্মেলনে ভাষণ দেবেন।

৫৭টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত ইসলামি সহযোগিতা সংস্থা দীর্ঘদিন ধরেই মুসলিম দেশগুলোর জন্য একটি রাজনৈতিক ও কূটনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন