সিএন প্রতিবেদন: চলমান শাটডাউনের প্রভাবে খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল। একই সঙ্গে তিনি ৬ কোটি ৫০ লাখ ডলারের জরুরি তহবিল ঘোষণা করেছেন, যাতে নিম্নআয়ের পরিবারগুলো খাবারের সংকটে না পড়ে।
শনিবার গভর্নর হোকুল জানান, এই সংকটকালে নিউইয়র্কের প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের জন্য সকাল ও দুপুরের খাবার নিশ্চিত করা হবে। পাশাপাশি রাজ্যজুড়ে ফুড ব্যাংকগুলোর সহায়তায় নতুন স্বেচ্ছাসেবক দল গঠন করা হচ্ছে।
তিনি বলেন, “টেবিলে খাবার না থাকলে আমি চুপ করে বসে থাকতে পারি না। ওয়াশিংটনের রিপাবলিকান প্রশাসনের সিদ্ধান্ত শুধু দরিদ্র নয়, কৃষক, ব্যবসায়ী ও দোকানমালিকদেরও বিপদে ফেলবে।”
এদিকে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, শহর প্রশাসন আলাদাভাবে ১ দশমিক ৫ কোটি ডলার অর্থ সহায়তা দেবে, যদিও এটি গভর্নরের বরাদ্দের তুলনায় অনেক কম।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত এক ঐতিহাসিক রায়ে জানিয়েছে, শাটডাউনের অজুহাতে খাদ্য সহায়তা বন্ধ করা যাবে না। ফলে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (স্ন্যাপ)-এর আওতায় থাকা ৪ কোটি মানুষ জরুরি তহবিল থেকে সহায়তা পাবেন।
বিচারক ইন্দিরা তালওয়ানি বলেন, “খাদ্য সহায়তা বন্ধ করা আইনসম্মত নয়। কংগ্রেস ইতোমধ্যে এ খাতে জরুরি তহবিল ব্যবহারের অনুমতি দিয়েছে।”
মার্কিন কৃষি বিভাগ সতর্ক করেছে, ফেডারেল তহবিল শেষ হয়ে গেলে নভেম্বরে বিতরণে সমস্যা হতে পারে। কিছু অঙ্গরাজ্য নিজস্ব তহবিল থেকে অর্থ সহায়তার ঘোষণা দিলেও, সেই অর্থ ফেরত দেওয়া হবে না বলে জানিয়েছে ফেডারেল কর্তৃপক্ষ।
এই পরিস্থিতিতে নিউইয়র্কের জরুরি উদ্যোগ কেবল রাজ্যের নয়, বরং গোটা যুক্তরাষ্ট্রে খাদ্য নিরাপত্তা রক্ষায় এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠেছে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন