শনিবার, ০২ আগষ্ট ২০২৫

শিরোনাম

শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পকে মনোনয়ন দেবে কম্বোডিয়া

শনিবার, আগস্ট ২, ২০২৫

প্রিন্ট করুন

শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করবে কম্বোডিয়া। থাইল্যান্ডের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ থামাতে ভূমিকা পালনের জন্য এ মনোনয়ন দেবে নমপেন।

শুক্রবার (১ আগস্ট) দেশটির উপপ্রধানমন্ত্রী সান চানথোল এ কথা বলেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ফোনে পাঠানো এক বার্তায় কম্বোডিয়ার এই মনোনয়ন পরিকল্পনার বিষয়টি নিশ্চিত হতে চাইলে চানথোল বলেন, ‘হ্যাঁ’।

এর আগে রাজধানী নমপেনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্পের প্রশংসা করেন এবং বলেন ট্রাম্প নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়ার যোগ্য।

গত এক দশকের মধ্যে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গত সপ্তাহে সবচেয়ে বড় সামরিক সংঘর্ষ ট্রাম্প ফোন করে থামানোর চেষ্টা করেন। পরে মালয়েশিয়ার মধ্যস্থতায় সোমবার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।

দুই দেশের ওই সংঘর্ষে অন্তত ৪৩ জন নিহত হয়েছে এবং উভয় দেশের সীমান্ত এলাকা থেকে তিন লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সামরিক উত্তেজনা প্রশমনে ট্রাম্পের ভূমিকাকে ‘ফলপ্রসূ’ বলেছে হোয়াইট হাউজও। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক্সে এক পোস্টে লিখেছেন, ‘এই শান্তি সম্ভব হয়েছে ট্রাম্পের জন্যই। তাকেই দিন নোবেল শান্তি পুরস্কার!’

কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী ও শীর্ষ বাণিজ্য আলোচক চানথোল বলেন, ‘আমরা শান্তির জন্য তার (ট্রাম্প) মহান প্রচেষ্টাকে স্বীকৃতি দেই। ‘

তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে কম্বোডিয়ার পোশাক ও জুতা রপ্তানিতে যুক্তরাষ্ট্রের শুল্ক হার ৪৯ শতাংশ থেকে কমে ১৯ শতাংশে নামানো সম্ভব হয়েছে। এই সুবিধা কম্বোডিয়ার অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।

এর আগে জুন মাসে ভারত-পাকিস্তান সংঘর্ষে মধ্যস্থতা করায় ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার সুপারিশ করেছিল পাকিস্তান। এছাড়া গত মাসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তিনি নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন