তুরস্কে শান্তি আলোচনা চলছে পাকিস্তান ও আফগানিস্তানের মাধ্যে। এরই মধ্যে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ছয়জন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) পাক-আফগান সীমান্তে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সীমান্তবর্তী আফগানিস্তানের কান্দাহার প্রদেশের জেলা স্পিন বোলদাকের জেলা হাসপাতালের এক চিকিৎসক এ প্রসঙ্গে এএফপিকে বলেছেন, বৃহস্পতিবারের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার নারী এবং একজন পুরুষ রয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ছয়জন।
নিহত এবং আহতরা সবাই আফগানিস্তানের নাগরিক। সীমান্তের ওপারে পাকিস্তানে কেউ নিহত কিংবা আহত হয়েছে কিনা— এখনো জানা যায়নি।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন