মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

শিরোনাম

শারীরিক চেকআপের জন্য হাসপাতালে খালেদা জিয়া

শনিবার, নভেম্বর ১৩, ২০২১

প্রিন্ট করুন
download 8 1

চলমান ডেস্ক: বাসায় ফেরার ৫ দিনের মাথায় শারীরিক চেকআপের জন্য ফের হাসপাতালে নেওয়া হচ্ছে  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। বাংলাদেশ সময় শনিবার (১৩ নভেম্বর) বিকেল তিনটা নাগাদ গুলশানের বাসভবন ফিরোজা  থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। 

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, পুনরায় চেকআপের জন্য আজ বিকেলে এভারকেয়ার হাসপাতালে আসবেন বিএনপি  চেয়ারপারসন। তবে, হাসপাতালে ভর্তি হবেন কিনা বাসায় ফিরে আসবেন সেটা নির্ভর করছে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের ওপর।

খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এর মধ্যেই গত এপ্রিলে তিনি করোনায় সংক্রমিত হন। বাসায় চিকিৎসা নিয়ে করোনা থেকে সেরে উঠলেও শারীরিক জটিলতা দেখা দেওয়ায় বেশ কয়েকবার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। 

গত ১২ অক্টোবর শারীরিক দুর্বলতাসহ স্বাস্থ্যগত নানা জটিলতা দেখা দেওয়ায় স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ২৫ অক্টোবর খালেদা জিয়ার শরীর থেকে নেওয়া টিস্যুর বায়োপসি করা হয়। পরে স্বাস্থ্যের উন্নতি হলে ৭ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া।প্রসঙ্গত, মামলায় দণ্ডিত হলে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। কোভিড পরিস্থিতিতে গত বছরের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এখন পর্যন্ত চার বার খালেদা জিয়ার মুক্তির সময় বাড়ানো হয়েছে।

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন