শনিবার, ১০ মে ২০২৫

শিরোনাম

শিক্ষার্থীদের ৪ হাজার কোটি ডলার ঋণ মওকুফ করলেন বাইডেন

শনিবার, জুলাই ১৫, ২০২৩

প্রিন্ট করুন
আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের সমাপ্তি ৩১ আগস্ট বাইডেন

সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের প্রায় ৪ হাজার কোটি ডলার ঋণ মওকুফ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির আয়ভিত্তিক ঋণ পরিশোধ (আইডিআর) প্রকল্পের আওতায় প্রেসিডেন্ট এই ঋণ মাফ করেন।

শুক্রবার (১৪ জুলাই) দেশটির শিক্ষা বিভাগ এই বিষয়টি জানিয়েছে।

বাইডেনের এই ঋণ মওকুফ প্রকল্পের আওতায় ৮ লাখ ৪ হাজার শিক্ষার্থীর ঋণ মাফ করে দেওয়া হয়েছে। তবে আইডিআর এর অর্থ হলো, সেই শিক্ষার্থীকে বা তার পরিবারকে যে শিক্ষা ঋণ রয়েছে তা তাদের বর্তমান মাসিক আয়ের সাপেক্ষে প্রতি মাসে কিছু করে পরিশোধ করতে হবে।

মার্কিন শিক্ষা বিভাগ জানিয়েছে, ঋণগ্রহীতারা যদি বিগত ২০ বা ২৫ বছর মেয়াদি কোনো ঋণ নিয়ে থাকে এবং সেই ঋণ কিছু পরিমাণে পরিশোধও করে থাকে তবে তারা ক্ষমা পাওয়ার যোগ্য হবেন। সাধারণত আইডিআর প্রকল্প যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের ঋণগ্রহীতাদের জন্য ঋণ পরিশোধের ক্ষেত্র কিস্তির পরিমাণ কমিয়ে দেয় এবং নির্দিষ্ট কয়েক বছর পর তাদের অবশিষ্ট ঋণ ক্ষমা করে দেয়।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন