বৃহস্পতিবার, ০৭ আগষ্ট ২০২৫

শিরোনাম

শিগগিরই আর্মেনিয়া ও চীন সফরে যাবেন পেজেশকিয়ান

বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫

প্রিন্ট করুন

শিগগিরই আর্মেনিয়া ও চীন সফরে যাবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ তথ্য জানিয়েছেন।

আরাগচি বলেন, ‘প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দুই সপ্তাহের মধ্যে আর্মেনিয়া ভ্রমণের কথা রয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের চীন সফর ইরানি ক্যালেন্ডার অনুসারে আগামী মাসে শাহরিভারে অনুষ্ঠিত হবে। তিনি সাংহাই সহযোগিতা সংস্থার নেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।

তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনার মধ্যেই গত ২৩শে এপ্রিল বেইজিংয়ে থাকাকালীন আরাগচি অদূর ভবিষ্যতে প্রেসিডেন্টের চীন সফরের ঘোষণা দিয়েছিলেন।

মাসুদ পেজেশকিয়ান এর আগে যেসব দেশে সফর করেন, সেগুলো হলো- ইরাক, আজারবাইজান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, ওমান, কাতার, রাশিয়া, মিশর এবং পাকিস্তান।

চলতি সপ্তাহের শুরুতে পেজেশকিয়ান পাকিস্তান সফরে যান। এই সফরে দুদেশের মধ্যে মোট ১২টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

আরাগচি সফরটিকে ‘খুব ভালো’ বলে বর্ণনা করছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন