বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

শিরোনাম

শিব চতুর্দশী পালন আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের

সোমবার, ফেব্রুয়ারী ২০, ২০২৩

প্রিন্ট করুন

আটলান্টিক, নিউ জার্সি: শিব চতুর্দশী পালন করেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দু সম্প্রদায়। আটলান্টিক কাউন্টির এগ হারবার সিটির দক্ষিণ পোমনা সড়কে অবস্থিত বৈকুন্ঠ হিন্দু জৈন মন্দিরে শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ অনুষ্ঠান পালন করা হয়। এ উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীরা শিবরাত্রি ব্রত পালন ও শিব বিগ্রহে অর্ঘ্য নিবেদন করেন।

শিবরাতে উপোস থেকে শিবদর্শনসহ পূজার্চনা করলে শিব প্রাপ্তি হয়। সেই পূণ্য লাভের আশায় আটলান্টিক কাউন্টিতে বসবাসরত  হিন্দু ধর্মাবলম্বীরা শিব চতুর্দশী পূজার আয়োজন করেন। শিবরাত্রি সনাতন হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। এ শিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়।

শিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য শিবব্রত পালিত হয়। অগণিত ভক্ত এ দিন শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করেন। মহাদেব শিবের আশীর্বাদ লাভের আশায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা শিবব্রত পালন করেন।

শিব চতুর্দশী উদযাপন উপলক্ষে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্ম সংগীত ও নৃত্য পরিবেশন করে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন