শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

শিল্পকলায় বৈখরীর আবৃত্তিসন্ধ্যা ‘মুক্তির সোপান’ অনুষ্ঠিত

রবিবার, মার্চ ৬, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: স্বাধীনতা মাসকে কেন্দ্র করে আবৃত্তি আলয় বৈখরীর আয়োজনে ‘মুক্তির সোপান’ অনুষ্ঠান বুধবার (২ মার্চ) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বৈখরীর সদস্যদের উদ্বোধনী বৃন্দের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর প্রদীপ প্রজ্জ্বলন সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি অঞ্চল চৌধুরী।

উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তি সংসদের যুগ্ম সদস্য সচিব মাশকুর এ সাত্তার কল্লোল, মাসুম আজিজুল বাসার, আবু নাসের মানিক। কথামালায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাসির উদ্দিন, সৈয়দ নাফিস উদ্দিন, সরকারি সিটি কলেজের অধ্যাপক সাদিয়া সুলতানা ও নাসির ভুঁইয়া।

এরপর শুরু হয় স্বরচিত কবিতা পাঠ ও বন্ধু সংগঠনের শিল্পীদের একক আবৃত্তি। স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি সঞ্জিব বড়ুয়া, জিন্নাহ্ চৌধুরী, বিদ্যুত কুমার দাশ, মনিরুল মনির, মো. মোস্তাফিজুর রহমান, ঋত্বিক নয়ন, মুহাম্মদ শাহাদাৎ হোসেন।

একক আবৃত্তিতে অংশ নেন মিলি চৌধুরী, ফারুক তাহের, জাভেদ হোসাইন, মশরুর হোসেন, মুজাহিদুল ইসলাম, সুপ্রিয়া চৌধুরী, মো. সেলিম ভূইয়া, রোকেয়া নাসরিন, মুনমুন ভৌমিক, অথৈ রহমান।

বৈখরী সদস্যদের মধ্যে একক পরিবেশনায় অংশ নেন পূর্বা দত্ত, অনন্যা দেব, স্মৃতি দে, রিপন দত্ত, মাম্পি দে, মিফতাহুল জান্নাত মিফতাহ্, প্রিয়া ভট্টাচার্য্য, পূজা ভট্টাচার্য্য।

দ্বৈত আবৃত্তি পরিবেশন করে প্রজ্ঞা পারমিতা সেন, সন্দ্বিপন সেন একা, অনন্যা দাশ, বর্ষা চৌধুরী ও মৃত্তিকা রুদ্র, স্বস্তিকা রুদ্র।

বৃন্দ পরিবেশনায় অংশ নেন বোধন আবৃত্তি স্কুলের শিশু শিল্পীরা, একুশ মানবিকতা ও আবৃত্তি সংগঠন, উচ্চারক আবৃত্তি কুঞ্জ। অনুষ্ঠানের অতিথিদের স্মারক দেয় বৈখরী সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অনির্বাণ চৌধুরী।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন