বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

শিল্প মন্ত্রী নূরুল মজিদের সাথে বৈঠক করলেন রাশিয়ার রাষ্ট্রদূত ভিকেন্তেভিক

বুধবার, সেপ্টেম্বর ৮, ২০২১

প্রিন্ট করুন
received 2112238535581086 1

ঢাকা: রাশিয়ার শিল্প উদ্যোক্তাদের বাংলাদেশে সার, সিমেন্ট, চামড়া ও জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্তেভিক ম্যানটিটস্কির সাথে বৈঠককালে মন্ত্রী এ আহ্বান জানান। বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে শিল্প মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গোলাম ইয়াহিয়া, মন্ত্রীর একান্ত সচিব মো. আব্দুল ওয়াহেদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

শিল্প মন্ত্রী রাশিয়ার রাষ্ট্রদূতকে বলেন, ‘বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়ায় সারের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া সিমেন্ট, হালকা প্রকৌশল, চামড়া, সিরামিক, ওষুধ, কাগজ, জাহাজ নির্মাণ ও রসায়নখাতে যৌথ বিনিয়োগের মাধ্যমে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরো বৃদ্ধি করা যায়।’

বৈঠকে রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ সুরক্ষা চুক্তি নিয়ে আলোচনা হয়। রাশিয়ার প্রস্তাবিত খসড়া নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে এ চুক্তি সম্পদানের বিষয়ে  উভয়ে একমত প্রকাশ করেন।

শিল্প মন্ত্রী বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এবং রাশিয়ার ফেডারেল এজেন্সি অন টেকনিক্যাল রেগুলেটিং অ্যান্ড মেট্রোলজির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ত্বরান্বিত করার জন্য রাশিয়ার রাষ্ট্রদূতকে তাগিদ দেন। 
নূরুল মজিদ বলেন, ‘প্রস্তাবিত সমঝোতা চুক্তির খসড়া ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রাশিয়ার কাছে উপস্থাপন করা হয়েছে। প্রয়োজনে তা সংশোধন করে ফের পাাঠানো হবে।’

রাশিয়ার রাষ্ট্রদূত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

বাংলাদেশ রাশিয়া ইন্টারগভার্ণমেন্টাল কমিশন অন ট্রেড, ইকোনোমিক, সাইন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশনে পরবর্তী সভায় দুই দেশের বিদ্যমান ইস্যুগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে বলেও তারা একমত পোষণ করেন।

সাক্ষাৎকালে রাশিয়ার রাষ্ট্রদূত শিল্প মন্ত্রীকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন