চট্টগ্রাম: চট্টগ্রামে বেসরকারী উন্নয়ন সংস্থা ঘাসফুলের বাস্তবায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় মঙ্গলবার (২০ মার্চ) বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রামের মিলনায়তনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ওয়ার্ড পর্যায়ে গঠিত শিশু সুরক্ষা কমিটির সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড পর্যায়ে গঠিত কমিটির রৌফাবাদ ইউনিটের সভাপতি আব্দুল নবী।
ঘাসফুলের প্রোগ্রাম সমন্বয়কারী সিরাজুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিশু একাডেমি চট্টগ্রামের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও জেলা শিশু পরিবিক্ষণ কমিটির সদস্য নুরুল আবছার ভুঁঞা, বিশেষ অতিথি ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা মো। আশরাফ উদ্দিন। আলোচনায় অংশ নেন ব্র্যাকের জেলা প্রতিনিধি মো আবদুল কাহ্হার, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদার, কারিতাসের প্রোগ্রাম অফিসার এমদাদুল ইসলাম চৌধুরী, সংশপ্তকের উপ-পরিচালক অগ্রদূত দাশগুপ্ত, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার সমন্বয়কারী মো মনজিলুর রহমান।
নুরুল আবছার ভুঁঞা বলেন, ‘শিশু অধিকার সনদ ও আন্তর্জাতিক চুক্তির সাথে সমন্বয় করে কাজ করলে দেশ এগিয়ে যাবে। সরকার শিশু সুরক্ষায় ও শিশুশ্রম প্রতিরোধে কাজ করছে। নারী ও শিশু নির্যাতনে সরকার ও আইন প্রয়োগকারী সংস্থা বর্তমানে অনেক দৃশ্যমান কাজ করছে। শিশুশ্রম ও শিশু সুরক্ষা বিষয়ে সকলের সমন্বয় প্রয়োজন।’
অন্য বক্তারা বলেন, ‘ওয়ার্ড ভিত্তিক ঘাসফুলের সহযোগিতায় গঠিত শিশু সুরক্ষা কমিটির যথাযথ সামাজিক উদ্যোগ গ্রহণে চট্টগ্রাম শহরে সত্যিকার অর্থে শিশু সুরক্ষা নিশ্চিত ও শিশুশ্রম কমিয়ে আসবে। শিশু সুরক্ষা ও উন্নয়নে শুধুমাত্র প্রকল্পের মধ্যেই সীমাব্ধ থাকলে হবে না, নারী ও শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন ও শোষণ প্রতিরোধকল্পে ইতিবাচক ও সহায়ক সমাজিক আদর্শের অনুশীলন ও উন্নয়ন প্রয়োজন।’
শিশু সুরক্ষায় সরকারের হেলপ লাইন টুলপ্রি নম্বর ‘শিশু সহায়তা ফোন-১০৯৮, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯ ও জরুরী সহায়তা ৯৯৯ এর কার্যকারিতা ও স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন