নিজস্ব প্রতিবেদক: চীনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বেইজিংয়ে অনুষ্ঠিত শীতকালীন অলম্পিকে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রসিডেন্ট জো বাইডেন। সে সাথে যুক্তরাষ্ট্রের কোন সরকারি কর্মকর্তাকেও না পাঠানোর ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস ৷ তবে অংশগ্রহণ করতে পারবে খেলোয়াড়রা।
স্থানীয় সময় সোমবার (৬ ডিসেম্বর) হোয়াইট হাউস বিষয়টি নিশ্চিত করেছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, বাইডেন প্রশাসন বেইজিংয়ে ২০২২ সালে অনুষ্ঠিত অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমসে অংশ নিচ্ছে না। হংকংয়ে গণতন্ত্র কর্মীদের বিরুদ্ধে বেইজিংয়ের দমনমূলক নীতি এবং মার্চে জিনজিয়াং অঞ্চলের উইঘুর মুসলমানদের উপর চালানো গণহত্যা মানবাধিকার লঙ্ঘন; সে জন্য যুক্তরাষ্ট্র শীতকালীন অলম্পিকে যোগ দেবে না। তবে অংশগ্রহণকরী খোলোয়াড়দের নিরাপত্তা দিতে সচেষ্ট থাকবে ওয়াশিংটন।
এইদিকে সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, আমি জোর দিতে চাই যে শীতকালীন অলিম্পিক গেমস রাজনৈতিক কৌশল বা কারসাজির একটি মঞ্চ নয়। মার্কিন রাজনীতিবিদরা গেমসে আমন্ত্রণ না পেয়েও ‘কূটনৈতিক বয়কট’ করে চলেছেন। রাজনৈতিক কারসাজির লক্ষ্যে এই চিন্তাভাবনা অবান্তর। এটি একটি নির্লজ্জ রাজনৈতিক উস্কানি এবং ১.৪ বিলিয়ন চীনা জনগণের প্রতি গুরুতর অবমাননা।
প্রসঙ্গত, আগামী ৪-২০ ফেব্রুয়ারি চীনের রাজধানী বেইজিং, হেইবেইয়ের ঝ্যাংজিয়াকউ ও পার্বত্য ইয়াংকিঙে অনুষ্ঠিত হবে এবারের অলম্পিক প্রতিযোগিতা। এর মাধ্যমে গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক আয়োজনের একমাত্র কর্তৃত্ব অর্জন করতে যাচ্ছে বেইজিং।
আইআই/
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন