ইফতেখার ইসলাম: নতুন বছরের শুরু শীতের আমেজ সব মিলিয়ে এখন পর্যটনের উৎকৃষ্ট সময়। আর এই সময়ে চট্টগ্রাম মিরসরাইয়ে অবস্থিত মহামায়া লেকে দেখা গিয়েছে পর্যটকের ঢল। চলতি সপ্তাহের প্রায় প্রতিদিন শত শত দর্শনার্থীর সমাগমে মুখরিত হয়ে উঠেছে চট্টগ্রামের এই পর্যটন কেন্দ্রটি।
সোমবার সরজমিন দেখা গিয়েছে, দর্শনার্থীদের কেউ নৌকায় চড়ে উপভোগ করছেন লেকের সৌন্দর্য। কেউবা ঝর্ণা দেখতে ছুটে যাচ্ছেন। আবার অনেকে ঘুরে ঘুরে দেখছেন পাহাড়ি প্রকৃতির দৃশ্য। এছাড়া লেকে কায়াকিং নজর কাড়ছে পর্যটকদের।
ঢাকা থেকে আসা মুনতাসির রহমান নামে এক দর্শনার্থী বলেন, এখন ছেলে মেয়েদের পড়াশোনার চাপ একটু কম। তাই পরিবার নিয়ে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বেড়াতে এসেছি। অনেকদিন ধরে মহামায়ার সৌন্দর্যের কথা শুনে আসছিলাম। আজ নিজ চোখে ঘুরে দেখেছি অনেক ভালো লেগেছে।
স্থানীয় দোকানদার কামরুল হাসান বলেন, করোনার জন্য এতদিন মানুষের আনাগোনা কম ছিলো। তবে এবছরের শুরুতে দর্শনার্থীর সংখ্যা বেড়েছে। যা এখানকার ব্যবসায়ীদের জন্য ইতিবাচক বলেও মনে করছেন তিনি।
প্রসঙ্গত,বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ মহামায়া লেক। ১১ বর্গকিলোমিটার আয়তনের এ লেকটি চট্টগ্রাম শহর থেকে ৪৫ কিলোমিটার উত্তরে মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদীঘি বাজার থেকে দুই কিলোমিটার পূর্বে অবস্থিত। পাহাড়ের কোলঘেঁষে আঁকাবাঁকা লেকটি অপরূপ সুন্দর। ছোট-বড় অসংখ্য পাহাড়ের মাঝখানে অবস্থিত মহামায়া লেকের অন্যতম আকর্ষণ পাহাড়ি ঝরনা।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন