শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

শিরোনাম

শুটিংয়ের আগে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শাকিবের প্রযোজকের

বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫

প্রিন্ট করুন

২০২৬ সালের ঈদুল ফিতরের একটি সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখানো শিরিন সুলতানার ‘ক্রিয়েটিভ ল্যান্ড’ প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হবে এ সিনেমা। এটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ।

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, যার সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন। যদিও সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে আনুষ্ঠানিক কর্মকাণ্ড ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

এদিকে সিনেমার শুটিং শুরু হওয়ার আগেই প্রযোজক শিরিন সুলতানা সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে। কি কারণে নতুন এ প্রযোজক স্বরাাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন তা নিয়ে উঠেছে বিভিন্ন গুঞ্জন।

জানা গেছে, নতুন প্রযোজকদের সিনেমা নির্মাণে নানা ধরণের প্রশাসনিক ও বাস্তব প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। সেই জটিলতা নিরসনে আগেভাগেই সরকারের সংশ্লিষ্ট মহলকে অবহিত করার উদ্দেশ্যেই এ সাক্ষাৎ।

সাক্ষাতে সিনেমা নির্মাণ ও মুক্তির সময়ের সম্ভাব্য বাধা, পাইরেসি ও নিরাপত্তা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ উদ্যোগকে স্বাগত জানান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

সিনেমার নাম চূড়ান্ত না হলেও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, নব্বই দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেছেন বহু কুখ্যাত নাম, এ নিয়ে আছে নানা মিথ। সেই সময়ের কিছু ঘটনা উঠে আসবে শিরিন সুলতানা প্রযোজিত শাকিব খানের আগামী ঈদের সিনেমায়।

এ সিনেমা নিয়ে দারুণ উচ্ছ্বসিত পরিচালক আবু হায়াত মাহমুদ। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা পরিচালকের কাছেই কাঙ্ক্ষিত থাকে যে আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা করার। আমি মনে করি যে, এখন পর্যন্ত আমি অবশ্যই অনেক বেশি লাকি। উনার মতো এতো বড় শিল্পীর সাথে আমি আমার প্রথম সিনেমা নিয়ে আসার পথচলা শুরু করেছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন কাজটি সুন্দরভাবে করতে পারি।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন