শনিবার, ১০ মে ২০২৫

শিরোনাম

শেখ হাসিনার নামে প্রচারিত খোলা চিঠিটি ভুয়া!

সোমবার, আগস্ট ১২, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন। সম্প্রতি তাঁর নামে একটি খোলা চিঠি সর্বত্র ছড়িয়ে পড়েছে। চিঠিটি নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে খবরও প্রকাশ করেছে। তবে তাঁর পুত্র দাবি করেছেন শেখ হাসিনা ঢাকা ছাড়ার আগে ও পরে কোনো বিবৃতি দেননি।

রোববার (১১ আগস্ট) রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) সজীব ওয়াজেদ এই দাবি করেন।

জয় লিখেছেন, আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে, যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। আমি একটু আগে তার (শেখ হাসিনা) সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে কোনো বিবৃতি দেননি।

এর আগে, ইকোনমিক টাইমস, দ্য প্রিন্ট, এনডিটিভিসহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার বিবৃতি দাবি করে খবর প্রকাশিত হয়। এতে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন না দেওয়ার কারণেই ক্ষমতা থেকে সরানো হয়েছে বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন