নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘শেরপুর জেলা সমিতি ইউএসএ’র নব নির্বাচিত কার্যকরি কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান গেল ২৮ ডিসেম্বর হয়েছে। ব্রঙ্কসের স্টার্লিং এভিনিউর আল আকসা পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্তি সচিব একেএম বদরুল মজিদ।
কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তেলওয়াত করেন আরশি নাদিয়া। পরিবেশন করা হয় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত।
সংগঠনের বিদায়ী সভাপতি ওসমান গণি অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন। বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ তাদের মেয়াদকালের আয় ব্যয় তুলে ধরেন। এরপর নতুন কমিটির কর্তাদের শপথ করান একেএম বদরুল মজিদ।
সংগঠনের নয়া নির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন আনোয়ার অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন একেএম বদরুল মজিদ, শেরপুর জেলা সমিতির নয়া নির্বাচিত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ ও সাবেক সাধারণ সম্পাদক জসিম মিয়া, সাবেক সিনিয়র ডিডেকটিভ মাসুদ রহমান, কুমিল্লা সমিতির সাবেক সভাপতি খবির উদ্দিন ভূইয়া।
প্রধান অতিথিসহ সংগঠনের উপদেষ্টাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান আনোয়ার হোসেন আনোয়ার। অনুষ্ঠানে বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়। সংগঠনের কয়েকজন সদস্যের সন্তানদের হাতে ভাল শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাওয়ার জন্য পুরস্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের শেষ দিকে সাংস্কৃতিক পর্বে গান করেন প্রবাসের শিল্পী কৃষ্ণা তিথি।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন