সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

শিরোনাম

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের বিজয় দিবস উদযাপন

শুক্রবার, জানুয়ারী ৯, ২০২৬

প্রিন্ট করুন

সংযুক্ত আরব আমিরাতে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেয় আমিরাতে গড়ে ওঠা বিভিন্ন নিবন্ধিত ও অনিবন্ধিত সংগঠন।

শারজাহ ন্যাশনাল পার্কে অনুষ্ঠিত এই আয়োজনে প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে ছিল ঐতিহ্যবাহী মেজবান, শিশু ও কিশোরদের দৌড় ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ‘যেমন খুশি তেমন সাজো’, হাড়িভাঙা, দড়ি টানা, নারীদের পিলো পাসিং এবং পিঠাপুলির মেলা।

আয়োজকরা জানান, এসব কর্মসূচির মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই ছিল মূল লক্ষ্য। দিনব্যাপী উৎসব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি বদরুল ইসলাম বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় দিন। প্রবাসে থেকেও আমরা চাই নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানুক। সেই লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়।

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এনাম বলেন, প্রবাসে বসবাস করলেও বিজয় দিবস আমাদের হৃদয়ে গভীরভাবে প্রোথিত। এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করে এবং আমাদের সংস্কৃতি ও জাতীয় পরিচয় নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন