শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

সংস্কারের সাথে সাথে নির্বাচনের রোডম্যাপ চাইলেন জামায়াতের আমির

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

প্রিন্ট করুন

খুলনা: আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া চাই উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো বাস্তবভিত্তিক ও মৌলিক সংস্কার চাই। সংস্কারের সঙ্গে সঙ্গে বর্তমান সরকার যেন নির্বাচনের রোডম্যাপ দেয়। তবে, রোডম্যাপ দেওয়ার আগে উপযুক্ত ও পরিণত বয়স যাদের হয়েছে, তাদের সকলের ভোটের তালিকা নিশ্চিত দেখতে চাই।’

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে খুলনার কয়রার কপোতাক্ষ কলেজ ময়দানে উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় সম্মেলনে শফিকুর রহমান আরও বলেন, ‘আমাদের সন্তানরা তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি, ভোটের প্রতি ঘৃণা সৃষ্টি হয়েছিল। ভোটের সেই অধিকার তারা আমাদের ফিরিয়ে দিয়েছে, এ জন্য আমরা তাদের স্যালুট জানাই। তাদের সকলের ভোট নিশ্চিত করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে সকলের ভোট তুলতে হবে। এ ছাড়া, আমাদের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা লড়াই করেছে, যুদ্ধ করেছে সেই প্রবাসীদেরও ভোট নিশ্চিত করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের যে প্রবাসীরা আছে, তাদের সকলের ভোটের তালিকা সম্পন্ন হওয়ার পরেই নির্বাচন দিতে হবে। তাহলে সব যোদ্ধার মতের প্রতিফলন হবে ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আমরা আরও বলেছি, এই নির্বাচন হতে হবে আনুপাতিক হারে। যে দল যত পারসেন্ট ভোট পাবে, সেই দল সংসদে তত পারসেন্ট প্রতিনিধিত্ব করবে। এতে করে এক পারসেন্ট ভোটও যদি কোন দল পায়, তাহলে সেই দলের যোগ্য লোক থাকলে তারাও সংসদে গিয়ে প্রতিনিধিত্ব করবে। তাহলে কোন নির্দিষ্ট দলের হাতে দেশ এবং ভোট এই দুটি জিম্মি হওয়ার আর আশঙ্কা থাকবে না। এই জন্য আমরা চাই যে আনুপাতিক হারে নির্বাচনটা হোক।’

খুলনার কয়রা-পাইকগাছার প্রধান সমস্যা বেঁড়িবাধ সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘আপনারা অন্তত শুরু করুন। জামায়াত দেশ সেবার সুযোগ পেলে আর কোন দাবি করতে হবে না, বরং জনগণের সংকটগুলো খুঁজে সমাধানের চেষ্টা করবে। এ দেশের যুবকরা বৈষম্যমুক্ত যে সমাজের স্বপ্ন দেখেছিল, তেমন একটি সমাজ গড়তে তিনি সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।’

সম্মেলনে তিনি আরও বলেন, ‘মা-বোনদেরকে জামায়াত ভীতি দেখানো হচ্ছে। কিন্তু, জামায়াত দেশ সেবার সুযোগ পেলে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গেই মা-বোনেরা দেশ গড়ার কাজে অংশ নেবে।’

সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কোন বাক্য এ দেশে নেই উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘সবাইকে নিয়ে মিলেমিশেই দেশ গড়তে চায় জামায়াতে ইসলামী।’ বিশেষ কোন গোষ্ঠী নয়, বরং ‘প্রত্যেকেই আমরা একেকজন যোদ্ধা’ বলেও উল্লেখ করেন তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, খুলনা জেলার আমির এমরান হুসাইন, সাতক্ষীরা জেলার আমির শহিদুল ইসলাম মুকুল।

উপজেলা আমির মোক্তার হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ সিরাজুল ইসলামের পরিচালনায় সম্মেলনে অতিথি ছিলেন খুলনার সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খুলনা মহানগরীর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, জেলার সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মিয়া গোলাম কুদ্দুস, গাওসুল আযম হাদী, খুলনা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি বেলাল হোসাইন রিয়াদ ও সেক্রেটারি আবু ইউসুফ ফকির।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন