শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

শিরোনাম

সজল ও সারিকাকে নিয়ে সাদেক সাব্বিরের নতুন নাটক ‘ডলফিন মোড়’

শনিবার, অক্টোবর ২৩, ২০২১

প্রিন্ট করুন
dolpin mour 1

চট্টগ্রাম: হত দরিদ্র এক পরিবারের কক্সবাজার ভ্রমণের গল্প নিয়ে সাদেক সাব্বিরের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘ডলফিন মোড়’। কক্সবাজারের ডলফিন মোড় ও কলাতলি বিচসহ বিভিন্ন স্পটে এর চিত্র ধারণ করা হয়েছে।

সরদার রোকনের তত্বাবধানে নির্মিত নাটকটির বিভিন্ন চরিত্রে অভিয়ন করেছেন সজল, সারিকা, আমিন আযাদ, জিদান সরকার, আমাইয়া নুর ও সুস্মিতা প্রমুখ।

কক্সবাজারের ডলফিনে মোড়ে বাস থেকে নামা থেকে শুরু করে ফের কক্সবাজার থেকে ফিরে যাওয়ার আগে সজল ও সারিকা দম্পতির ভ্রমণে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে সাজানো হয়েছে এ নাটক।

পরিচালক সাদেক সাব্বির বলেন, ‘এটি কক্সবাজারের একটি গল্প। কাল্পনিক হলেও মিলে যাবে মানুষের জীবনের সাথে। পাশাপাশি মানুষকে এটি আনন্দ দেবে, ভাবিয়ে তুলবে আর কেড়ে নেবে দর্শকের চোখের পানি। এ নাটকে সজল ও সারিকার পাশাপাশি দারুণ অভিনয় দক্ষতা দেখিয়েছে বাকি শিল্পীরাও।’

নাটকটির সম্পাদনার কাজ চলছে। শিগগির একটি বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচার হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন