রবিবার, ০৩ আগষ্ট ২০২৫

শিরোনাম

সন্ত্রাসীর গুলিতে নিহত দিদারুলের স্মরণে নিউইয়র্কে শ্রদ্ধা ও শোকসভা

শনিবার, আগস্ট ২, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্কের জামাইকা এলাকায় বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের অফিসার দিদারুল ইসলামের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গত ১ আগস্ট সন্ধ্যা ৭টায় জ্যামাইকার ১৭৫ স্ট্রিট কর্নারের একটি পার্কে সামাজিক সংগঠন ‘ভালো’ এবং বাংলাদেশ সোসাইটি ও জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সন্ত্রাসীর গুলিতে নিহত পুলিশ অফিসার দিদারুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি ডেমোক্রেটিক পার্টির মেয়র প্রার্থী জোহরান মামদানি, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য জেনিফার রাজকুমার, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, ‘ভালো’র প্রতিষ্ঠাতা শাহরিয়ার রহমান, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারসহ স্থানীয় জনপ্রতিনিধি, নির্বাচিত কর্মকর্তাগণ এবং বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দিদারুল ইসলাম শুধু একজন পুলিশ কর্মকর্তা ছিলেন না, তিনি ছিলেন পুরো কমিউনিটির একজন নিবেদিতপ্রাণ মানুষ। তার এই নির্মম মৃত্যু নিউইয়র্কসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে গভীরভাবে শোকাহত করেছে।

পরবর্তীতে নিহত দিদারুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইমাম শামসি রহমান।

প্রসঙ্গত, বাংলাদেশে দিদারুলের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ায়। ২০০৯ সালে স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন দিদারুল। দিদারুল স্ত্রী জামিলা আক্তার, পাঁচ ও সাত বছর বয়সী দুই ছেলে এবং তার বাবা-মাকে নিয়ে ব্রঙ্কসের একটি সাধারণ বাড়িতে থাকতেন। অনাগত তৃতীয় সন্তান আগামী কয়েক সপ্তাহের মধ্যে পৃথিবীর আলো দেখবে বলে আশা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন