বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

শিরোনাম

সবসময় গণ মানুষের সঙ্গেই থাকবো : তৈমুর আলম খন্দকার

সোমবার, জুলাই ৭, ২০২৫

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ ও আইনজীবী এডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, ‘রাজনীতিতে সবসময় গণ মানুষের সঙ্গেই থাকবো। মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এবং গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাব।’

গত ৬ জুলাই (রোববার) নিউইয়র্কের জ্যামাইকা এলাকার একটি রেস্টুরেন্টে প্রবাসী নারায়ণগঞ্জবাসী আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি ।

তিনি আরও বলেন, রাজনীতি করতে গিয়ে জেল-জুলুম ও মিথ্যা মামলার শিকার হয়েছি অনেকবার। আবার রাজনৈতিক দল থেকে কষ্টও পেয়েছি। কখনো ভুল করেছি, তবে রাজনীতি করে অবৈধ অর্থ সম্পদের মালিক হইনি। এখন দুর্নীতিবাজ রাজনীতিবিদদের পরিণতি দেখছি। আমি কিন্তু দেশের বাইরে বিনা বাধায় আসতে পেরেছি। আগামী দিনেও সততার রাজনীতিতেই থাকবো।

সভায় আরও বক্তব্য রাখেন প্রবাসী নেতা কাজী আজারুল হক মিলন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মহসিন ননী, আয়োজক শামছুল আলম লিটন এবং নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকা ইনক-এর সাধারণ সম্পাদক কামাল হোসেন টিটু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও লেখক দর্পণ কবীর।

সভায় প্রবাসী নারায়ণগঞ্জবাসীরা তাদের জেলার নানা সমস্যা ও উন্নয়নের প্রত্যাশার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে নারায়ণগঞ্জের উন্নয়নে প্রবাসীদের অবদান বাড়ানোর আহ্বান জানানো হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন