মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

শিরোনাম

সব জিম্মির মুক্তিসহ হামাসকে গাজা ছাড়ার চূড়ান্ত আল্টিমেটাম ট্রাম্পের

শুক্রবার, মার্চ ৭, ২০২৫

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে সশস্ত্র হামাসের হাতে বন্দি সব জিম্মিকে মুক্তি না দিলে উপত্যকাটিতে আরও ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ভূখণ্ডটির শাসকগোষ্ঠী হামাসের সব নেতাদের উপত্যকা ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য একটি চূড়ান্ত আল্টিমেটামও দিয়েছেন তিনি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই ইসরায়েলকে দৃঢ় সমর্থন জানিয়ে ট্রাম্প বলেছেন, ‘আমি ইসরায়েলকে কাজ শেষ করার জন্য যা যা প্রয়োজন, তা পাঠাচ্ছি।’ খবর বিবিসির।

এরই মধ্যে ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে। হামাসের হাতে বন্দিদশা থেকে মুক্তি পাওয়া কিছু জিম্মিকে দেখার পর ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ লেখেন-
‘এখনই সব জিম্মিকে মুক্তি দাও, পরে নয়। অবিলম্বে তোমাদের হত্যা করা জিম্মিদের মরদেহ ফিরিয়ে দাও, না হলে সবকিছু শেষ হয়ে যাবে।’

হামাসের উদ্দেশে আরও কঠোর বার্তা দিয়ে তিনি লেখেন, ‘এটি তোমাদের জন্য শেষ সতর্কবার্তা। নেতাদের জন্য এখনই গাজা ছেড়ে যাওয়ার সময়। এখনও সুযোগ আছে, বেছে নাও!’

গাজার সাধারণ মানুষের উদ্দেশেও ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে লেখেন, ‘একটি সুন্দর ভবিষ্যৎ তোমাদের জন্য অপেক্ষা করছে, তবে যদি জিম্মিদের ধরে রাখো, তাহলে তা কখনো সম্ভব নয়। যদি রাখো, তাহলে তুমি মৃত!’

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও হুমকি দিয়ে বলেছিলেন, ‘গত ৭ অক্টোবর হামলায় আটক জিম্মিদের যদি দ্রুত হস্তান্তর না করা হয়, তাহলে এমন পরিণতি হবে যা কল্পনাও করা যাবে না।’

তার এই হুমকির পরই ট্রাম্পের আরও কঠোর মন্তব্য সামনে এলো।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন