শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

শিরোনাম

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ডি ভিলিয়ার্সের

শুক্রবার, নভেম্বর ১৯, ২০২১

প্রিন্ট করুন
viliers

চলমান ডেস্ক: সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ডি ভিলিয়ার্স। এবার ফ্র্যাঞ্চাইজিসহ সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন তিনি।

শুক্রবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় নিজের অবসরের ঘোষনা দেন ডি ভিলিয়ার্স।

তিনি লিখেছেন, ‘দুর্দান্ত একটা জার্নি ছিল। তবে এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলাম আমি। আমার বড় ভাইদের সাথে বাড়ির উঠোনে ক্রিকেট খেলা থেকে যে বিশুদ্ধ আনন্দ পেয়েছি বা উৎসাহের সঙ্গে খেলেছি, এখন ৩৭ বছর বয়সে এসে নিজের মধ্যে সেই আগুনটা আর অতটা জোরালোভাব খুঁজে পাচ্ছি না।’

ডি ভিলিয়ার্স আরো লিখেন, ‘দক্ষিণ আফ্রিকা বা আরসিবি বা টাইটান্স, ক্রিকেট সব সময়ই আমাকে দুই হাত ভরে দিয়েছে। ক্রিকেটের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকব।’

ক্রিকেট ক্যারিয়ারের সব সতীর্থদেরকেও ধন্যবাদ জানিয়েছেন ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ‘আমার এ যাত্রা পথে পাশে থাকার জন্য সব সতীর্থ, বিপক্ষ, কোচ, ফিজিও এবং স্টাফদের ধন্যবাদ। দক্ষিণ আফ্রিকা দলকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। দক্ষিণ আফ্রিকা, ভারত যেখানে খেলেছি সেখানেই সমর্থন পেয়েছি। সব শেষে জানাতে চাই, আমার পরিবার পাশে না থাকলে কোনও কিছুই সম্ভব হত না। আমার মা-বাবা, ভাইরা, স্ত্রী ড্যানিয়েল, আমার সন্তানদের অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। জীবনের পরবর্তী সময়ের দিকে তাকাতে চাই। নতুন ইনিংসে পরিবারকে সঙ্গ দিতে চাই।’

আইপিএলসহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে ৩৪০টি ম্যাচ খেলেছেন ডি ভিলিয়ার্স। যেখানে চারটি সেঞ্চুরি ও ৫৯টি হাফ সেঞ্চুরিসহ নয় হাজার ৪২৪ রান করেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়েও খেলেছেন তিনি।

দেশের হয়ে ১১৪ টেস্টে আট হাজার ৭৬৫ রান, ২২৮ ওয়ান ডে ম্যাচে নয় হাজার ৫৭৭ রান ও ২২৮টি টি-টোয়েন্টিতে এক হাজার ৬৭২ রান করেছেন ডি ভিলিয়ার্স।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন