সমকামিতায় জড়িত থাকার অভিযোগে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েটে) সাত শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সমকামিতার এ ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
তাদের বিচার ও বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।

ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক উৎপল কুমার দাস বলেছেন, গত ১৯ জুলাই মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের দুটি হলে কয়েকজন শিক্ষার্থীকে গেস্টরুমে আটক করে তাদের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ তুলে বিক্ষোভ করে এবং তাদের হল থেকে বহিষ্কারের দাবি জানায় একদল শিক্ষার্থী। পরে তারা উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেয়।
ছাত্রকল্যাণ পরিচালক বলেন-তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং সঠিক তদন্ত ও ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে জরুরি এক সভায় ওই সাত শিক্ষার্থীকে সাময়িকভাবে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্যের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে অধ্যাপক উৎপল কুমার বলেন-‘২২ জুলাই কেএনআই হলের তিন জন এবং এসটি হলের দুই জন শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কারের নোটিশ দিয়ে হল থেকে বের করে দেওয়া হয়।
এরপর ২৪ জুলাই একই অভিযোগে কেএনআই হলের একজন এবং বিজয় ২৪ হলের আরেকজন শিক্ষার্থীকে নোটিশ দিয়ে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
ডুয়েটের বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছে, ডুয়েটে সমকামিতা ছড়িয়ে পড়েছে। গত কয়েক মাস ধরে এ তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। মাত্র কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। ডুয়েট হলে এ ধরনের শিক্ষার্থী আরও রয়েছে অভিযোগ করে তাদের হল ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান তারা।
এদিকে এ ঘটনায় ডুয়েটের ইইই বিভাগের অধ্যাপক কাজী রফিকুল ইসলামকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সমকামিতার ইতিহাস
ইতিহাস বিশ্লেষণ করে দেখা যায়, সমকামিতা বিষয়টি প্রাচীনকাল থেকে বিদ্যমান। মেসোপটেমিয়া, গ্রিস ও রোমান সভ্যতা থেকে শুরু করে মধ্যযুগ এবং আধুনিক যুগ পর্যন্তও তা বিস্তার লাভ করেছে। ইসলামে লুত (আ.)-এর জাতির সমকামিতার এক ভয়ানক কাহিনি সকলেরই জানা। এছাড়া প্রাচীন গ্রিসে প্রচলিত সমকামিতার সম্পর্ককে ‘পেডেরাস্টি’ নামকরণ করা হয়েছিল।
সমকামিতা গড়ে ওঠার কারণ
মনোবিজ্ঞানীরা মনে করেন, জন্মগত ও পরিবেশগত সামাজিক কারণে মানুষ সমকামী হয়ে উঠতে পারে। তবে এটি একমাত্র কারণ নয়। আবার এটি কোনো মানসিক রোগও নয়। এটি এক ধরনের প্রবৃত্তি। যা কোন ব্যক্তিকে ধর্মীয়, সামাজিক, প্রাকৃতিক, নৈতিক, দর্শনগত দিক থেকে প্রকৃতির নিয়মবহির্ভূত এক জগতে ঠেলে দেয়। অসৎ সঙ্গ ও নগদ অর্থে প্রলুব্ধ হয়েও অনেকে নিজের অজান্তে সমকামিতায় নিজেকে যুক্ত করে নেয়। বিশেষত বর্তমানে বিশ্বের উন্নত দেশগুলোতে কোনো গরিব দেশের নাগরিক নিজের কোনো উদ্দেশ্য হাসিল করার আকাঙ্ক্ষায় বা প্রবণতায় সমকামী সংঘের সঙ্গে জড়িয়ে পড়ে এমন ঘটনা অহরহ ঘটছে। ট্রান্সজেন্ডারের মাধ্যমে সমকামিতাকে স্বাভাবিক ও সহজ করে সমাজে ভিন্ন একটি সংস্কৃতি দাড় করানোর চেষ্টা অব্যাহত আছে। যা এরই মধ্যে দেশে-বিদেশে ব্যাপক হারে পরিলক্ষিত হয়েছে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন