আন্তর্জাতিক ডেস্ক: নিজেদের জুনিয়র সেনাদের সমকামিতায় বাধ্য, যৌন হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগে ইসরায়েলি বিমানবাহিনীর সাত সেনাকে আটক করা হয়েছে। এই সেনারা বিমানবাহিনীর অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউনিটে মোতায়েন ছিল।
বুধবার (৯ জুলাই) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) রাতে এই সাত সেনাকে আটক করা হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মিলিটারি পুলিশ জানিয়েছে, ‘হ্যাজিং রিচুয়াল’ এর সময় গুরুতর কাজ করার অপরাধে ওই সেনাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ বলেছে, ১৩৬নং এয়ার ডিফেন্স ব্যাটালিয়নের সিনিয়র সেনারা কয়েকজন জুনিয়র সেনার সঙ্গে গুরুতর অপরাধ করেছে।
সংবাদমাধ্যম ইয়েনেত নিউজ জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে অন্তত ১০ জন জুনিয়র সেনার সঙ্গে খারাপ কিছু করা হয়েছে। যার মধ্যে সমকামিতায় বাধ্য করার অভিযোগও আছে। এছাড়া তারা যৌন হেনস্তা, মারধর, হুমকি ও যৌন অপরাধও করেছেন।
আইডিএফ জানিয়েছে, অভিযুক্ত সেনাদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলোর তদন্ত এখনো প্রাথমিক অবস্থায় আছে। তাই তারা এ ব্যাপারে এ মুহূর্তে মন্তব্য করতে পারবে না। তবে এসব ঘটনায় জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা হবে বলে জানিয়েছে আইডিএফ।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন