শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

শিরোনাম

সময়ের প্রয়োজনে নাটক বার বার বাঁক পরিবর্তন করেছে

বৃহস্পতিবার, জুন ২২, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: থিয়েটার গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান শোভন থিয়েটার সেন্টারের উদ্যোগে বুধবার (২১ জুন) সন্ধ্যায় সমসাময়িক নাট্য ভাবনা বিষয়ক নাট্য আলাপন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে এ আলাপনে মুখ্য আলোচক ছিলেন ওপার বাংলার নাট্য সমালোচক ও গবেষক অপূর্ব দে।

শোভন থিয়েটার সেন্টারের সভাপতি লোকপ্রিয় বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম। অতিথিকে শুভেচ্ছা স্মারক ও ফুল দিয়ে বরণ করেন অর্থ সম্পাদক শিপ্রা চক্রবর্তী ও লোকপ্রিয় বড়ুয়া।

নাট্যজন সনজিব বড়ুয়ার সঞ্চালিত অনুষ্ঠানে সমসাময়িক নাট্য ভাবনা সর্ম্পকে বলতে গিয়ে অপূর্ব ওপার বাংলার বিভিন্ন সময়ের নাট্যচর্চার ধরণ, পরিবর্তন, বিশেষ করে অতিমারির সময়ে বিকল্প উপায়ে নাট্য চর্চার প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘সময়ের প্রয়োজনে নাটক বার বার বাঁক পরিবর্তন করেছে। কখনো মঞ্চে, কখনো পথে বা ঘরের আঙিনায়, গাছের নিচে, খোলা ময়দানে, বাড়ীর ছাদে নাটক হয়েছে। নাট্যকর্মীরা প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নাটককে এগিয়ে নিয়ে গেছে সামনে। যখনই প্রতিকূল পরিবেশ তৈরি হয়েছে, তখনই বিকল্প ধারা নিয়ে সৃষ্টি হয়েছে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ধারায় নাটক দর্শকের সামনে উপস্থিত হয়েছে। নাটক কখনো কারো সাথে আপোস করে নি, কোন রাষ্ট্র শক্তিকে ভয় করেনি সত্য উচ্চারণ করতে, এটি পুরো বিশ্বেই একইরকম।’

সনজীব বড়ুয়া বাংলাদেশের সমসাময়িক নাট্যচর্চার প্রসঙ্গ আলোকপাত করেন। তিনি বলেন, ‘সম্প্রতি চট্টগ্রাম গ্রুপ থিয়েটার চর্চার ৫০ বছর পার করেছে। স্বাধীনতা পরবর্তী গ্রুপ থিয়েটার চর্চার এ ৫০ বছরে বাংলাদেশের নাটকেও অনেক পরিবর্তন লক্ষ করা গেছে। বাস্তবতা হচ্ছে, সময়ের পরিক্রমায় থিয়েটার নতুন নতুনভাবে উপস্থাপিত হয়েছে সব সময়। এভাবেই টিকে আছে থিয়েটার।’

মুক্ত আলোচনায় অংশ নেন চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম বাবু, নাট্যজন শুভ্রা বিশ্বাস, নাট্যকর্মী রুপেশ কান্তি দে ও মুরাদ হাসান। নাট্য আলাপনে উপস্থিত থেকে স্বতস্ফূর্ত অংশ নেন নান্দীমুখ, কথক থিয়েটার, ভিশন প্যান্টোমাইম, প্রতিনিধি নাট্য সম্প্রদায়, প্রতিভাস, উচ্চারণ নাট্য সম্প্রদায়, তির্যক নাট্য গোষ্ঠী, থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম, কথক নাট্যমঞ্চ, অঙ্গন থিয়েটার ইউনিট, অরিন্দম নাট্য সম্প্রদায়, কালপুরুষ নাট্য সম্প্রদায়, নাট্যমঞ্চ, লোক থিয়েটার, অ্যাঁভাগার্ড, বীজন নাট্য গোষ্ঠী, উত্তরাধিকার, নাট্যাধার, মঞ্চমুকুট নাট্য গোষ্ঠীর নাট্যকর্মীরা।

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন