নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ ‘আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটির উন্নয়ন-কল্যাণে পেশাগত দায়িত্ব অব্যাহত রাখার সংকল্পে শুক্রবার (৭ মার্চ) জ্যাকসন হাইটসের শানাই পার্টি হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে বিশেষ দোয়া-মোনাজাতে নেতৃত্ব দেন মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান ও মাওলানা ইসমাইল। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, ঢাকা জেলা সমিতির প্রেসিডেন্ট দুলাল বেহেদু, রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট হুসনে আরা, রীনা সাহা, অসীম সাহা, যুবদলের কেন্দ্রীয় নেতা এমএ বাতিন, নিউইয়র্ক রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আহসান হাবিব, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান ও সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের প্রেসিডেন্ট শাহাদৎ হোসেন রাজু।
বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন আবুল বাশার চুন্নু, গুলজার হোসেন, মো. শহিদুল ইসলাম, আব্দুস সাদেক, মো. সানাউল্লাহ, হেলাল মজিদ, ডা. চৌধুরী সারোয়ারুল হাসান ও লাবলু আনসার।
সংগঠনের সভাপতি রাশেদ আহমেদ ও সেক্রেটারি শাহ ফারুক রহমানের সমন্বয়ে অতিথিদের স্বাগত জানান ভাইস প্রেসিডেন্ট আলিম খান আকাশ, নির্বাহী সদস্য কানু দত্ত, শামীম আল আমিন, অনিক রাজ, নুরুন্নাহার খান নিশা, আলমগীর কবির ও অজিৎ ভৌমিক।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন