মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

শিরোনাম

সরকারের ব্যর্থতার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন আইন উপদেষ্টা

রবিবার, মার্চ ৯, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: সরকারের ব্যর্থতার জন্য দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, পরিস্থিতি উন্নতির চেষ্টা করছি।

রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এসময় আসিফ নজরুল বলেন, যে কোনো যৌন হয়রানি বন্ধে সরকার বন্ধ পরিকর। ধর্ষণের মামলার জন্য স্বরাষ্ট্র ও আইন থেকে আলাদা হট লাইন চালু হবে। যা হবে টোল ফ্রি।

তিনি বলেন, তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না। ধর্ষণের মামলা ১৫ দিনে তদন্ত ও ৯০ দিনে বিচার সম্পন্ন করতে হবে।

মাগুরায় ধর্ষণের শিকার শিশু প্রসঙ্গে তিনি বলেন, ওই মামলায় তদন্ত ও বিচারে যাতে বিন্দুমাত্র সময় নষ্ট না হয় তা নিশ্চিত করবে আইন মন্ত্রণালয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন