ঢাকা: চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড নির্বাচন- ২০২৪ এ সর্বোচ্চ ভোট পেয়ে কার্যনির্বাহী পরিষদে নির্বাচিত হয়েছেন খল অভিনেতা শিবা শানু।
শনিবার (১১ জানুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে চলে ভোট উৎসব। এতে ২৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন শিবা।
প্রেসিডেন্ট পদে দেলোয়ার জাহান জন্টুকে হারিয়ে ২৩৯ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে জয়ী হন এম নজরুল ইসলাম চৌধুরী। অপর সভাপতি প্রার্থী আতিকুর রহমান লিটন পেয়েছেন ৫৭ ভোট।
এবারের নির্বাচনে জাহান ঝন্টু-জসিম উদ্দিন পরিষদে একটি প্যানেল এবং এম নজরুল ইসলাম চৌধুরী-অপূর্ব রায় প্যানেলে একটি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন