শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

সহযোগিতা নিয়ে ইউক্রেনের পাশে যেসব দেশ

মঙ্গলবার, মার্চ ১, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমানযুদ্ধ ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। এবং এই জটিল পরিস্থিতি সামনে আরও বড় ঝড়ের ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করছে বিশ্লেষকরা। রাশিয়া আরও সেনা পাঠাচ্ছে ইউক্রেনে। পাল্টা প্রতিক্রিয়ায় ইউরোপের বিভিন্ন দেশ ইউক্রেনে সামরিক সহায়তা পাঠাতে শুরু করেছে। শুধু ইউরোপের দেশগুলো নয় বিশ্বের অনেক দেশই এখন ইউক্রেনের পাশে দাড়িয়েছি। যে সকল দেশ সহযোগিতা নিয়ে ইউক্রেনের পাশে দাড়িয়েছে সে সম্পর্কে চলমান নিউইয়র্ক পাঠকদের জন্য তুলে ধরা হলো-

ফ্রান্স: ফ্রান্স থেকে ইতোমধ্যেই সামরিক সহায়তা পাঠানো হয়েছে। সামরিক যুদ্ধাস্ত্র থেকে শুরু করে জ্বালানিসহ সব ধরনের সহায়তা অন্তর্ভুক্ত করেছে দেশটি।

বেলজিয়াম: ইউক্রেনে ৩ হাজারেরও বেশি অটোমোবাইল রাইফেল ও ২০০ অ্যান্টি ট্যাঙ্ক পাঠাবে বেলজিয়াম। একই সঙ্গে ৩ হাজার ৮ টন জ্বালানি পাঠাতে সম্মতি দিয়েছে তারা।

জার্মানি: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে ১ হাজার অ্যান্টি ট্যাঙ্ক ও ৫০০ স্ট্রিঙ্গার সারফেস টু এয়ার ট্যাঙ্ক দেবে বলে আশ^াস দিয়েছে জার্মান সেনাবাহিনী।

যুক্তরাজ্য: জানুয়ারি মাসে প্রতিরক্ষা সেক্রেটারি বেন ওয়ালেস জানান, ইউক্রেনে হালকা ও ভারী উভয় ধরনের সমরাস্ত্র সাহায্য পাঠাতে রাজি হয়েছে যুক্তরাজ্য।

নেদারল্যান্ডস: শনিবার ডাচ সরকারের এক চিঠি থেকে জানা যায়, ইউক্রেন বিমানবাহিনীর সহায়তায় প্রতিরক্ষা রকেট ও অ্যান্টি ট্যাঙ্ক সিস্টেম পাঠাবে নেদারল্যান্ডস। ইউক্রেনের অনুরোধে ডাচ সরকার ২০০টি স্ট্রিঙ্গার অ্যান্টি এয়ারক্র্যাফট মিসাইল ও ৫০টি প্যাঞ্জারফাউস্ট পাঠাবে বলে আশ্বাস দিয়েছে।

পর্তুগাল: ইউক্রেনে পাঠানো সামরিক সহায়তা হিসেবে নাইট ভিশন গগল, বুলেটপ্রুফ ভেস্ট, হেলমেট, গ্রেনেড, গোলাবারুদ ও অটোমেটিক জি৩ রাইফেল পাঠাবে পর্তুগাল।

রোমানিয়া: সীমান্ত অঞ্চলে ১১টি সামরিক হাসপাতাল চালু করেছে। সেখানে আহত ব্যক্তিদের চিকিৎসার পাশাপাশি ইউক্রেনে জ্বালানি, বুলেটপ্রুফ ভেস্ট, হেলমেট ও প্রায় ৩.৩ মিলিয়ন ডলার সমমূল্যের মিলিটারি সহায়তা পাঠানোর প্রস্তাব দিয়েছে রোমানিয়া।

গ্রিস:
 গ্রিসের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক খানিকটা ভিন্ন। গ্রিসের প্রবাসী জনশক্তির একটি বড় অংশ ইউক্রেনে বাস করে। রাশিয়ার আক্রমণের মুখে দেশটিতে এখনও পর্যন্ত ১০ জন গ্রিক নাগরিক নিহতের ঘটনা ঘটেছে। ফলে প্রতিরক্ষা সরঞ্জামের পাশাপাশি নৈতিক অবস্থান থেকে মানবিক সহায়তা পাঠাতে বাধ্য হচ্ছে দেশটি।

সুইডেন: বরাবরই যুদ্ধবিরোধী নিরপেক্ষ নীতিতে চলে অভ্যস্ত সুইডেন। কিন্তু রাশিয়ার আগ্রাসী আচরণ সুইডেনকেও স্ববিরোধী অবস্থানে দাঁড় করিয়েছে। দেশটি ইউক্রেনে ৫ হাজার অ্যান্টি ট্যাঙ্ক রকেট ও বডি আর্মার পাঠাচ্ছে।

স্পেন: স্পেন সরকার ইউক্রেনে প্রায় ২০ টন চিকিৎসা ও প্রতিরক্ষামূলক সরঞ্জাম সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।

চেক রিপাবলিক: শনিবারে এক বিবৃতিতে চেক রিপাবলিক জানায়, পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে ইউক্রেনকে ৪ হাজার মর্টার ৩০ হাজার পিস্তল, ৭ হাজার অ্যাসল্ট রাইফেল, ৩ হাজার মেশিনগান, স্নাইপার রাইফেল ও এক মিলিয়ন বুলেটের একটি সামরিক সহায়তা পাঠাচ্ছে।

যুক্তরাষ্ট্র: ২৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পরামর্শ মোতাবেক দেশটির স্টেট ডিপার্টমেন্ট ইউক্রেনে ৩৫০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা পাঠিয়েছে।

কানাডা: ইউক্রেনে প্রাণঘাতী যুদ্ধাস্ত্র পাঠাচ্ছে কানাডা। একই সঙ্গে প্রতিরক্ষা ব্যয় হিসাবে ইউক্রেনকে প্রায় অর্ধবিলিয়ন কানাডিয়ান ডলার (৩৯৪ মিলিয়ন ইউএস ডলার) ঋণ দিচ্ছে দেশটি।

এফআইটি/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন