সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

সাংবাদিকদের সম্মানে জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশনের ইফতার

শনিবার, মে ১৫, ২০২১

প্রিন্ট করুন
JAKIR 1 1

নিউইয়র্কে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়া সাংবাদিকদের সম্মানে ‘ইয়র্ক হোল্ডিং রিয়েল্টি’ ও ‘জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশন’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ মে জ্যাকসন হাইটসে ইটজি চাইনিজে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন ‘ইয়র্ক হোল্ডিং রিয়েল্টি’ ও ‘জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশন’র কর্ণধার জাকির এইচ চৌধুরী। এসময় জাকির এইচ চৌধুরী সেবামূলক কাজে সকলের আন্তরিক সহায়তা ও সমর্থন কামনা করেন।অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সংবাদকর্মীসহ যুক্তরাষ্ট্র যুবদল ও বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 যুক্তরাষ্ট্র যুবদল নেতা আবুল কাশেমের উপস্থাপনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক ও প্রখ্যাত কন্ঠশিল্পী বেবী নাজনীন, পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলাদেশ’র সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক লাবলু আনসার, সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক প্রবাসের সম্পাদক ও আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাঈদ, চ্যানেল আইয়ের উত্তর আমেরিকা প্রতিনিধি রাশেদ আহমেদ, ভয়েস অব আমেরিকার নিউইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণ, প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের চীফ রিপোর্টার ও আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনজুরুল হক, বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সিইও আলিম খান আকাশ, খবর ডট কম সম্পাদক মো. মশিউর রহমান মজুমদার, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র যুবদলের সেক্রেটারি আবু সাঈদ আহমেদ, এটর্নী এহসান হাবিব প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুবনেতা আমানত হোসেন আমান।অনুষ্ঠানে দোয়া মুনাজাতে করোনায় মৃতদের আত্মার মাগফেরাত এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনার করা হয়।

অনুষ্ঠানে মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকরা তাদের বক্তব্যে এ আয়োজনের জন্যে ‘ইয়র্ক হোল্ডিং রিয়েল্টি’ ও ‘জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশন’র প্রেসিডেন্ট জাকির এইচ চৌধুরীকে ধন্যবাদ জানান। বক্তারা বলেন, জাকির চৌধুরী দীর্ঘ দিন ধরে কমিউনিটির সেবা করে আসছেন। করোনাকালেও তিনি ছিলেন মানবতার পাশে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী ‘ইয়র্ক হোল্ডিং রিয়েল্টি’ ও ‘জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশন’র উদ্যোগে ২০১৯ সালে মিডিয়া কর্মীদের সম্মানে ১ম ইফতার মাহফিল করেছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন