নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: প্রথম আলোর বিশেষ প্রতিনিধি সাংবাদিক রোজিনা ইসলামকে সংবর্ধনা দিয়েছে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব। সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা অডিটোরিয়ামে সংম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক মনজুর আহমেদ, সম্পাদক জাকারিয়া মাসুদ জিকু।
আরো বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ও কলামিষ্ট হাসান ফেরদৌস, বাংলাদেশ পত্রিকার সম্পাদক ওয়াজেদ এ খান, দেশবাংলার সম্পাদক চৌধুরী সারওয়ারুল হাসান, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী, টিবিএন২৪ এর সিনিয়র সাংবাদিক সুলতানা রহমান প্রমুখ।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন