চট্টগ্রাম: ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউটের (ডব্লিওপিআই) ফেলোশিপে আমেরিকায় গেলেন চট্টগ্রামের সাংবাদিক সামছুদ্দিন ইলিয়াস। দুই মাসের এ ফেলোশিপে তিনি যুক্তরাষ্ট্রের সাত রাজ্যের গুরুত্বপূর্ণ বিভিন্ন সিটি ভ্রমণ করবেন।
ডব্লিওপিআই ২০২২ ফেলোশিপে মনোনীতদের মধ্যে সামছুদ্দিনই একমাত্র বাংলাদেশী। তিনি ছাড়াও আর্জেন্টিনা, বুলগেরিয়া, চীন (হংকং), ফিনল্যান্ড, জার্মানি, ভারত, ইরান, নাইজেরিয়া থেকে একজন করে মোট আট জন সাংবাদিক এ বছর এ ফেলোশিপ পেয়েছেন।
১৯৬২ সাল থেকে ডব্লিওপিআই পৃথিবীর বিভিন্ন দেশের থেকে সাংবাদিকদের এ ফেলোশিপ দিয়ে আসছে। যার মাধ্যমে বিভিন্ন দেশের সাংবাদিকরা যুক্তরাষ্ট্র সম্পর্কে বিস্তৃতভাবে জানার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত সারা বিশ্বের ১০০ দেশের ৬০০ জন সাংবাদিককে ফেলোশিপ দিয়েছে। বাংলাদেশ থেকে ইলিয়াসসহ এ পর্যন্ত চারজন সাংবাদিক এ ফেলোশিপ পেয়েছেন।
এবারের ফেলোশিপের প্রতিপাদ্য বিষয় হল- জাতিগত সমতা এবং পুলিশ সংস্কার, পারমাণবিক হুমকি ও নিরাপত্তা, আসন্ন ২০২২ সালের কংগ্রেসের নির্বাচন ও ডিজিটাল যুগে সাংবাদিকতার জন্য নতুন ব্যবসায়িক মডেল।
সাংবাদিক সামছুদ্দিন বৃহস্পতিবার (১৭ মার্চ) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, মিয়ামি, টেক্সাস, সান ফ্রান্সিসকো, লসঅ্যাঞ্জেলেস ও মিনিসোটা অঙ্গরাজ্য ভ্রমণ করবেন তিনি।
ভ্রমণের মধ্যে রয়েছে আমেরিকার ডিস্ট্রিক কোর্টের প্রধান বিচাপতি, অ্যাটর্নি জেনারেল সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট, প্রাক্তন মার্কিন কূটনীতিক, কৃষি কমিশনার স্থানীয়, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের সাথে সাক্ষাৎ। অংশ নেবেন পারমাণবিক হুমকি ও নিরাপত্তা বিষয়ক বিফিংয়ে।
পরিদর্শন করবেন জাতিসংঘ, নাইন-ইলাভেন স্মৃতিসৌধ ও যাদুঘর, শিকাগো বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও সেন্ট থমাস বিশ্ববিদ্যালয়। একই সাথে নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, স্টার ট্রিবিউন, মিয়ামি হেরাল্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কার্যালয়ে যাবেন। অংশ নেবেন অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেমিনার ও কর্মশালায়।
সাংবাদিক ইলিয়াস আর্থ জার্নালিজম নেটওয়ার্কের ফেলোশিপ নিয়ে ২০২১ সালে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ-২৬) সংবাদ সংগ্রহ করেন। এর আগে ২০১৮ সালে তিনি হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি সাংবাদিকতা ফেলোশিপ পেয়েছিলেন।
ইলিয়াস বর্তমানে ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইংরেজি দৈনিক দি ইন্ডিপেনডেন্টের চট্টগ্রাম প্রধান হিসাবে দায়িত্বে ছিলেন। এ ছাড়াও ইলিয়াস বিদেশের একাধিক পত্রিকা ও সংবাদ সংস্থার জন্য কাজ করেন।
দীর্ঘ দিন ধরে তিনি অপরাধ, ব্যবসায়-বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও সেবা খাত নিয়ে কাজ করে আসছেন। ইলিয়াস ২০১৯ ও ২০২০ সালে আর্থ জার্নালিজম নেটওয়ার্কের বে অফ বেঙ্গল ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল চেঞ্জ স্টোরি গ্রান্টস ফেলো।
২০১৬ ও ২০১৭ সালে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিয়েও কাজ করেন সাংবাদিক ইলিয়াস। তিনি থমসন রয়টার্স ফাউন্ডেশনের মাইগ্রেশন রিপোর্টিংয়ের একজন অ্যালামনাই। শরণার্থী বিষয়ক তার অনেক প্রতিবেদন দেশে ও বিদেশে পাঠকপ্রিয়তা পেয়েছে। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সামসুদ্দিন ইলিয়াস ভারতের জেইন বিশ্ববিদ্যালয় থেকে শরণার্থী বিষয়ে একটি কোর্স সম্পন্ন করেছেন।
সামসুদ্দিন কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে জন্ম নেন।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন