বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

সাতকানিয়ায় বন্যা কবলিত মানুষের পাশে চবির শিক্ষার্থীরা

বৃহস্পতিবার, আগস্ট ১৭, ২০২৩

প্রিন্ট করুন

চবি প্রতিনিধি: সাতকানিয়া উপজেলায় বন্যায় কবলিত দুঃস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও বিভিন্ন ধরনের সেবা প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ (চবিপস)।

সোমবার (১৪ই আগস্ট) সাতকানিয়া অঞ্চলে বন্যা পরবর্তী মানুষের সুস্থতা, গবাদিপশু, পরিবেশ ও প্রাণ-প্রকৃতির সুস্থতা এবং রোগবালাই থেকে মুক্ত থাকতে সচেতনতা কার্যক্রম, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বন্যা পরবর্তী ক্ষতি রোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

সহযোগিতামূলক এ ক্যাম্প বাস্তবায়নে সার্বিক সহযোগীতা করে সাতকানিয়া লোহাগাড়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সাতকানিয়া-লোহাগাড়া মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন। এছাড়া প্রোগ্রামটি বাস্তবায়নে আর্থিক ও বুদ্ধিভিত্তিক সার্বিক সহযোগীতা করেন চবিপসের উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক আব্দুল ওয়াহেদ চৌধুরী এবং ভেটেরিনারি মেডিসিন (হাঁস মুরগীর ঔষধ) স্পন্সর করেছেন আবুল কাসেম ফাউন্ডেশন।

এছাড়া চবিপসের শহীদুল ইসলাম, ফেরদৌস আহমেদ, হাসান মাহমুদ আরাফাতসহ ২৫ জন সদস্য স্বেচ্ছাসেবক হিসেবে এ ক্যাম্পে অংশ নেন। দুই দিনব্যাপী এ সহযোগিতামূলক কার্যক্রম চাল। দুইদিনে সর্বমোট ১৭৫ জন মানুষসহ প্রায় ৩৫০ গবাধি পশুসহ ২৬০ এর অধিক গৃহপালিত হাঁস, মুরগিকে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন