শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

শিরোনাম

সাদা দানব আ্যালান ডোনাল্ড টাইগারদের নতুন বোলিং কোচ

শনিবার, মার্চ ৫, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: ‘সাদা দানব’ খ্যাত দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন।

এ মাসে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাংলাদেশ দলের সাথে যোগ দিবেন ৫৫ বছর বয়সী ডোনাল্ড। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় আইসিসি টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন ডোনাল্ড।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৩৩০টি টেস্ট উইকেট এবং ২৭২টি ওয়ানডে উইকেট নিয়েছেন ডোনাল্ড। এর আগে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলংকার পেস বোলিং বিশেষজ্ঞ হিসাবে কাজ করেছেন ডোনাল্ড।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন