নিজস্ব প্রতিবেদক: সদ্য অবসরে যাওয়া নিউ ইয়র্ক সিটি পুলিশ প্রধান রডনি হ্যারিসন (৫২) কে সাফোক কাউন্টির পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন কাউন্টির নির্বাহী স্টিভ বেলোন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এই ঘোষণা আসার কথা জানিয়েছেন স্টিভ বেলোন। এর আগে গত মাসে রডনি হ্যারিসন নিউ ইয়র্ক সিটি পুলিশ প্রধানের পদ থেকে অবসরে যান।
রডনি নিউ ইয়র্ক সিটির কুইন্সের জ্যামাইকার রচডেল গ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বড় হোন। বাবার আগ্রহে ১৯৯১ সালের জুন মাসে তিনি নিউ ইয়র্ক পুলিশের ক্যাডেট পদে চাকরি নেন। পরে আন্ডারকভার অফিসার এবং সিটির পুলিশ প্রধানের দায়িত্ব পান। গত মাসে চাকরির ৩০ বছরের মাথায় তিনি অবসরে যান।
রডনির অবসরের সময় পুলিশ কমিশনার ডারমোট শিয়া বলেছিলেন, “রডনি শুধুমাত্র একজন বিশ্বস্ত উপদেষ্টা এবং বন্ধুই নন তিনি এই চ্যালেঞ্জিং সময়ে আমাদের শহর এবং আমাদের বিভাগের জন্য একজন উপযুক্ত ব্যক্তি ছিলেন। তিনি প্রতিটি পদে কাজ করেছেন। টহল অফিসার থেকে শুরু করে অসাধারন বীরত্ব প্রদর্শনকারী আন্ডারকভার অফিসার এবং পরে বিভাগীয় প্রধান পর্যন্ত। তার জ্ঞান, দক্ষতা, সততা দিয়ে আমাদের আগলে রেখেছিলেন। আমরা তাকে মিস করব, কিন্তু আমরা তার মঙ্গল কামনা করি।”
আইআই/
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন