শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

শিরোনাম

সাবেক রাষ্ট্রদূত এম খায়রুজ্জামান আটক

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১০, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: মিয়ানমার ও মালেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম খায়রুজ্জামানকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জাইনুদ্দিন। তিনি বলেন, বাংলাদেশের অনুরোধে এম খায়রুজ্জামানকে বুধবার গ্রেফতার করা হয়েছে৷ 

এইদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।

১৯৭৫ সালের জাতীয় চার নেতা হত্যা মামলায় জড়িত সন্দেহে সাবেক সেনা কর্মকর্তা খায়রুজ্জামান অভিযুক্ত ছিলেন। ১৯৭৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি পাওয়ার পরে তিনি মিশর ও ফিলিপিনস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন। 

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তাকে অবসরে পাঠানো হয় এবং গ্রেফতার করা হয়। পরে ২০০৩ সালে বিএনপি সরকারের আমলে তিনি চাকরিতে মহাপরিচালক হিসেবে পুনর্বহাল হন। পরের বছর নির্দোষ বলে রায় দেয়। 

২০০৫ সালে তিনি মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মালয়েশিয়াতে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। তিনি দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে মালয়েশিয়াতে অবস্থান করছিলেন।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন