শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

সারাদেশে দ্বিতীয় ডোজের গণটিকা দেয়া শুরু

মঙ্গলবার, মার্চ ২৯, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: ঢাকাসহ সারা দেশে একযোগে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ডোজের গণটিকা প্রদান কার্যক্রম। সোমবার (২৮ মার্চ) সকাল ৯টা থেকে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এ সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় থাকতে দেখা গেছে টিকাগ্রহীতাদের। যারা গত ২৬-২৮ ফেব্রুয়ারী তিন দিনের গণটিকায় যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন, তারা এদিন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। বিশেষ ক্যাম্পেইন এ টিকাদান কার্যক্রম চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত। তবে এবার প্রথমবার থেকে ভীড় কিছুটা কম ছিলো।

সোমবার পুরান ঢাকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৯, ৩০ এবং ৩২নং ওয়ার্ডের বেশ কিছু কেন্দ্র ঘুরে দেখা গেছে, স্বাস্থ্যকর্মীরা টিকাদান কেন্দ্রে মানুষের জন্য অপেক্ষা করছেন কিন্তু টিকা নিতে আসা মানুষের সংখ্যা প্রত্যাশার চেয়ে অনেক কম। যারা সামান্য যে কয়জন মানুষ টিকা নিতে আসছেন ভোগান্তি ছাড়াই তারা টিকা নিয়ে যাচ্ছেন। স্বাস্থ্যবিধির চিত্র ছিলও বিগত সময়গুলোর চেয়ে তুলনামূলক ভালো।

গণটিকা কার্যক্রমের দ্বায়িত্বপ্রাপ্ত এক নার্স জানান, সকাল থেকেই আমরা টিতে বসে আছি কিন্তু মানুষ কম আসছে। দুপুর সাড়ে ১১ টা পর্যন্ত একশ’ মানুষকে টিকা দিয়েছেন বলেও জানান তিনি।

মোগলটুলী উচ্চ বিদ্যালয়ের টিকা দিতে আসা শাফায়েত ইমাম নামের ৭০ বছরের এক বৃদ্ধ বলেন, গরমের কারণে টিকা দিতে আসবো কিনা তাই নিয়ে দ্বিধার মধ্যে ছিলাম।তাছাড়া ভাবছিলাম অনেক ভিড় হবে কিন্তু এসে দেখি একদম ফাঁকা। কোন ভোগান্তি ছাড়াই খুব সহজেই টিকা নিয়ে নিলাম। এই টিকাদান কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় মাত্র ৭০ জনকে টিকা দেওয়া হয়।

৩৪ নং ওয়াডের নগর স্বাস্থ্য টিকাদানকেন্দ্রেও তেমন কোন ভিড় দেখা যায়নি। যারা টিকা নিতে আসছেন কোন ধরনের ঝামেলা কিংবা ভিড় ছাড়াই তাদের টিকা নিতে দেখা গেছে। তবে নিয়মিত টিকাদান কেন্দ্র রাজধানীর ফুলবাড়িয়া সরকারি কর্মচারী হাসপাতাল টিকা গ্রহীতার কিছুটা ভীড় দেখা গেছে। এই টিকাকেন্দ্রে নারী ও পুরুষদের পৃথক লাইন থাকলেও নারীদের লাইনে ১৫জন ও পুরুষ লাইনে ২০ জনকে পাওয়া যায়।

প্রসঙ্গত, গত মাসের ২৬ ফেব্রুয়ারী স্বাস্থ্য অধিদফরের বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দেশে একদিনে ১ কোটি ২০ লাখ ৬৩ হাজার ৬৫৩ ডোজ টিকা দেওয়া হয়। পরে মানুষের চাপ কমাতে কর্মসূচিটি আরও দুইদিন বাড়ানো হয়েছিল। প্রায় ৩ কোটি মানুষ ওই সময় করোনার টিকা নিয়েছিলেন। বিশেষ টিকা ক্যাম্পেইনে যারা প্রথম ডোজ নিয়েছিলেন, তাদেরকে দ্বিতীয় ডোজের টিকা তারাই দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন।

গত ২১ মার্চ স্বাস্থ্য অধিদফতরের এক চিঠিতে বলা হয়, দ্বিতীয় দফায়ও একদিনে এক কোটি মানুষকে টিকা দেওয়া হবে। স্থানীয় ব্যবস্থাপনায় যেভাবে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছিল, ঠিক একইভাবে দেওয়া হবে দ্বিতীয় ডোজের টিকা। যারা গণটিকার প্রথম ডোজ নিয়েছিলেন, তারা নিকটবর্তী কেন্দ্রে গিয়ে ২য় ডোজ নিতে পারবেন। পরবর্তীতে চারমাস পরে বুস্টার ডোজও একইভাবে নেওয়ার সুযোগ পাবেন তারা।

এফআইটি/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন