সিএন প্রতিবেদন: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত গত সাড়ে পাঁচ বছরে দেশে ৩৪ হাজার ৮৯৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ৩৭ হাজার ৩৮২ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৯ হাজার ৫৯৭ জন।
রোববার রাজধানীর ডিআরইউ মিলনায়তনে বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত ‘সড়ক পরিবহণ ব্যবস্থাপনার সংস্কারে রোড সেফটি ফাউন্ডেশনের রূপরেখা: সরকারের কাছে প্রত্যাশা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশন বলছে, দেশের সড়ক পরিবহণ খাতে এমন অব্যবস্থাপনা ও নৈরাজ্য সত্ত্বেও অন্তর্বর্তী সরকার সড়ক পরিবহণব্যবস্থা সংস্কারে কোনো কমিশন গঠন করেনি।
সংবাদ সম্মেলনে সড়ক ব্যবস্থাপনা সংস্কারের রূপরেখা উপস্থাপন করেন সংস্থাটির ভাইস চেয়ারম্যান সৈয়দ মো. জাহাঙ্গীর।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন