চট্টগ্রাম: বিশ্বের পরিবেশের ভারসাম্য রক্ষা করে ভবিষ্যৎ বংশধরদের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে পরিবেশের সৌন্দর্য রক্ষা ও পরিবেশ উন্নয়নের জন্য যুগোপযোগী কর্মকাণ্ড হাতে নিতে হচ্ছে উল্লেখ করে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান মনোয়ার হোসেন বলেছেন, ‘পরিবেশের উন্নত এ উন্নয়নশীল দেশগুলোর সরকার পরিবেশ ভারসাম্য রক্ষায় সর্বোচ্চ ত্যাগের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু দুঃখের বিষয়, সিআরবি হাসপাতালের প্রস্তাব মনে হচ্ছে চট্টগ্রামের পরিবেশ নিয়ে সম্পূর্ণ বিপরিত দৃষ্টিভঙ্গি রয়েছে। এটি চট্টগ্রামের প্রতি অবহেলার আরেক উদাহরণ।’
শুক্রবার (১ এপ্রিল) বিকালে সিআরবি চত্বরে চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন।
মনোয়ার হোসেন প্রধানমন্ত্রীকে এ বিষয়ে দূত হস্তক্ষেপ করে সিদ্ধান্ত বাতিলের মাধ্যমে চট্টগ্রামবাসীকে তথা দেশবাসীকে আস্বস্ত করার অনুরোধ জানান।
ফোরামের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার খালেদের সভাপতিত্বে ও মহাসচিব মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, মাহফুজুর রহমান, এম শাহাদাত নবী খোকা, ইদ্রিস আলী, লায়লা বানু, গোলাপুর রহমান, লিঠু দাশ গুপ্ত, এসএম শাহেদ হোসাইন, আব্দুল মজুমদার, মির্জা ইমতিয়াজ শহিদ (শাওন), মহাসচিব আকরাম হোসেন, ইকরাম হোসেন বাবুল, মাসুদ, কুসুম আক্তার, নুরুল ইসলাম সবুজ, ফরিদ আহমেদ, ওসমান গণি, গাজী মাসুদ করিম, হাসিনা আক্তার, কানিজ ফাতেমা, জাহাঙ্গীর আলম দস্তগীর, মো. ফোরকান, লাভলী ডিও, ফারহানা শারমিন, টিআর খান, আসিস চৌধুরী, নুরুল আলম উজ্জ্বল, বাবু।
পবা/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন