বুধবার, ১২ মার্চ ২০২৫

শিরোনাম

সিএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগে শুরু হল ‘ট্রাফিক সেবা সপ্তাহ’

মঙ্গলবার, জানুয়ারী ৪, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 3 1

চট্টগ্রাম: ‘ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদ সড়ক নিশ্চিত করুন’ এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) ট্রাফিক বিভাগের উদ্যোগে শুরু হল ‘ট্রাফিক সেবা সপ্তাহ ২০২২’

মঙ্গলবার (৪ জানুয়ারি) চট্টগ্রাম সিটির জিইসি মোড়স্থ জিইসি কনভেনশন সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপির কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

উদ্বোধন শেষে সালেহ মোহাম্মদ তানভীর ‘আমার গাড়ি নিরাপদ’ উদ্যোগের আওতায় রেজিষ্ট্রেশনকৃত গাড়িগুলোতে কিউআর কোড সম্বলিত স্টিকার লাগানোর কার্যক্রমের সূচনা করেন।

প্রসঙ্গত ‘আমার গাড়ি নিরাপদ’ উদ্যোগের আওতায় এখন পর্যন্ত সিটির প্রায় সাড়ে বার হাজার গাড়ির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। নিরাপদ সড়ক গড়ে তোলার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা এ কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে সিটির সব সিএনজিচালিত গাড়ির রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে।

এ সময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. শামসুল আলমসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন