সিএন প্রতিবেদন: সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে ১১ বছর আগে হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছেন এক সিরিয়ান মা। ১১ বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধের মধ্যে ভয়াবহ বোমা হামলায় যখন একের পর এক গ্রাম ধ্বংস হচ্ছিল, তখন ছোট্ট এক শিশুকে হারিয়ে ফেলেন তার মা-বাবা। কোথাও খুঁজে না পেয়ে প্রায় আশা হারিয়ে ফেলছিলেন তাঁরা। সেই ছেলেকে এবার সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে খুঁজে পেলেন মা।
সম্প্রতি মায়ের সঙ্গে ছেলের আবেগঘন আলিঙ্গনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
জানা যায়, হারিয়ে যাওয়ার পর বেশ কয়েকজনের হাত ঘুরে এক দম্পতির কাছে আশ্রয় পায় ওই শিশু। তাঁরা নিজেদের সন্তানের মতোই বড় করেন শিশুটিকে। চলতি রমজানে ওমরাহ পালনে সৌদি আরবে যান সেই দম্পতি। ভাগ্যক্রমে একই সময়ে ওমরাহ করতে আসেন শিশুটির জন্মদাত্রী মা।
সেখানে হঠাৎ করেই তাদের দেখা হয়। সন্তানকে ফিরে পেয়ে যেন নতুন করে প্রাণ ফিরে পান তার মা। অবসান হয় এক যুগের অনুসন্ধানের। মা-ছেলের নাটকীয় মিলনের সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন