দীর্ঘ দুই দশকের যুদ্ধ শেষে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার প্রায় শেষ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইরাক থেকেও মার্কিন সেনা প্রত্যাহারের চুক্তি করে ফেলেছে ইরাক ও যুক্তরাষ্ট্র সরকার।
তবে আরেক যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় এখনই মার্কিন সেনাদের উপস্থিতির অবসান ঘটানোর কোনো পরিকল্পনা নেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। অথচ এর আগে তিনি মধ্যপ্রাচ্যে আমেরিকার ‘চিরকালীন যুদ্ধের’ অবসান ঘটানোর কথা বলেছিলেন। এখন সেই অবস্থান থেকে সরে যাচ্ছে জো বাইডেনের প্রশাসন।
মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এক প্রতিবেদনে জানিয়েছে, বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে (এসডিপি) সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করার জন্য সিরিয়ায় মোট ৯০০ মার্কিন সেনা মোতায়েন থাকবে।
এ ব্যাপারে এখনই কোনো পরিবর্তনের কথা বলা যাবে না। তবে পলিটিকোর কাছে মার্কিন ওই কর্মকর্তা নিজের নাম-পরিচয় প্রকাশ করতে চাননি।
বাইডেন প্রশাসনের ওই সিনিয়র কর্মকর্তা বলেন, ‘সিরিয়ায় আমরা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে আইএসআইএসের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন করছি। এটি বেশ সফল হয়েছে এবং এটি আমরা চালিয়ে যাব।’
ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে যখন বিতর্ক চলছে, তখন সিরিয়া থেকে সেনা প্রত্যাহার প্রসঙ্গে এই প্রতিবেদন প্রকাশ হলো।
গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমি হোয়াইট হাউসে বৈঠক করেন এবং তারা একটি চুক্তিতে উপনীত হন যে ইরাকে মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধ মিশন চলতি বছরের মধ্যেই শেষ হবে।
তবে ইরাকে যে আড়াই হাজার সেনা মোতায়েন রয়েছে তাদেরকে প্রত্যাহার করা হবে না বরং তারা সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করবে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন