সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আইএস প্রধান নিহত

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৩, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল কুরাইশি নিহত হয়েছেন। তিনি আমির মুহাম্মদ সাঈদ আবদাল-রহমান আল-মাওলা নামেও পরিচিত।  বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দিয়েছেন। 

বাইডেন এক বিবৃতিতে বলেছেন, “আমেরিকান জনগণ ও আমাদের মিত্রদের রক্ষা করতে এবং বিশ্বকে নিরাপদ করতে এই অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সশস্ত্র বাহিনীর দক্ষতা ও সাহসিকতার জন্য তাদের ধন্যবাদ। আমরা যুদ্ধক্ষেত্র থেকে আইএস নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরায়শিকে সরিয়ে নিয়েছি। তিনি বলেন, অভিযানে জড়িত সব আমেরিকান নিরাপদে ফিরে এসেছে।

এক মার্কিন কর্মকর্তা বলেছেন, নিহত আবু ইব্রাহিম সাবেক আইএস প্রধান আল বাগদাদির মতোই মারা গিয়েছিলেন। একটি বোমা বিস্ফোরণে তার মৃত্যু হয়।  

পেন্টাগন প্রাথমিকভাবে অভিযানের লক্ষ্য চিহ্নিত করেনি। পেন্টাগন প্রেস সেক্রেটারি জন কিরবি একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, “মিশন সফল হয়েছে। কোনো মার্কিন হতাহতের ঘটনা ঘটেনি।”

ইদলিব মূলত তুর্কি-সমর্থিত যোদ্ধাদের দ্বারা নিয়ন্ত্রিত তবে এটি একটি আল-কায়েদার ঘাঁটি এবং এর বেশ কয়েকটি শীর্ষ অপারেটিভের আবাসস্থল। প্রতিদ্বন্দ্বী আইএস গ্রুপের চরমপন্থী সহ অন্যান্য জঙ্গিরাও এই অঞ্চলে আশ্রয় পেয়েছে।

এর আগে বিশেষ এই অভিযানে নারী ও শিশুসহ অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। 

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন