বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

শিরোনাম

সুপার ‍টুয়েলভে বাংলাদেশ

বৃহস্পতিবার, অক্টোবর ২১, ২০২১

প্রিন্ট করুন
shakib 13 20211021194503 1

চলমান ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে পাপুয়া নিউগিনি দলটিকে রীতিমতো নাকানি চুবানি খাওয়ালো টাইগাররা। বাংলাদেশের করা ১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে পিএনজিকে ৯৭ রানেই গুটিয়ে দিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) ওমানের আল আমিরাত স্টেডিয়ামে পাপুয়া নিউগিনির বিপক্ষে টস জিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রান করে বাংলাদেশ। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ব্যাটিংয়ে পাপুয়া নিউগিনির বিপক্ষে বড় সংগ্রহ পায় লাল-সবুজের প্রতিনিধিরা। মাহমুদউল্লাহর ঝড়ো হাফসেঞ্চুরি (২৮ বলে ৫০), সাকিব আল হাসানের কার্যকারি ইনিংস (৩৭ বলে ৪৬) এবং আফিফ হোসেন (১৪ বলে ২১) ও মোহাম্মদ সাইফউদ্দিনের (৬ বলে ১৯) ছোট ঝড়ে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। তবে সুবিধা করতে পারেননি নাঈম শেখ (০), মুশফিকুর রহিম (৫) ও নুরুল হাসান সোহান (০)। ২৩ বলে ২৯ রান করেছেন লিটন দাস।

তবে পিএনজির শুরুর আঘাতটা হানেন সাইফউদ্দিন। তৃতীয় ওভারে তুলে নেন ওপেনার সিয়াকার উইকেট। ফ্লিক করতে গিয়ে লেগ বিফোরে এই ওপেনার বিদায় নেন ৫ রানে। এক ওভার বিরতি দিয়ে হানা দেন পেসার তাসকিনও। অধিনায়ক আসাদ ভালাকে ৬ রানে গ্লাভসবন্দি করান তিনি। নুরুল হাসানের ক্যাচ ছিল দেখার মতো। সাকিবের বলে কাবু সেসে বাউ। মাত্র ৭ রানে ফিরে যায় ঘরে। তখন তাদের স্কোর দাঁড়ায় ২৪ রানে ৫ উইকেট। তবে এর আগের ম্যাচে ত্রাস ছড়ানো নরমান ভানুয়া আজ যেন কোনোভাবেই হাত খুলতে পারেননি। শূন্য রানেই তাকে ঘরে ফিরতে হয়েছে। আর এ কাজটি সুচারুভাবে করেছে অফস্পিনার মেহেদী। তারপর কিপলিন ডরিগার সঙ্গে জুটি করে কিছুটা ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছেন চ্যাড সপার। তবে তাও কুলিয়ে উঠতে পারেনি। মাত্র ১১ রানে পাঠিয়েছে সাজঘরে। তাকে বোল্ড করেছেন সাইফউদ্দিন।

শেষ পর্যন্ত রাভুকে নুরুল হাসানের ক্যাচ বানিয়ে পিএনজিকে ১৯.৩ ওভারে গুটিয়ে দিতে ভূমিকা রাখেন তাসকিন। ৪ ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট নেন সাকিব। ব্যাট হাতেও ৪৬ রান করায় ম্যাচসেরা তিনি এছাড়া ১২ রানে দুটি নিয়েছেন তাসকিন। সাইফউদ্দিন ২টি উইকেট নিলেও রান দিয়েছেন ২১। ২০ রানে একটি নেন একটি মেহেদী।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন