বুধবার, ১২ মার্চ ২০২৫

শিরোনাম

সুবিধা বঞ্চিত শিশুদের নামে অর্থ আদায় করে আত্মসাৎ

সোমবার, জানুয়ারী ১০, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 58 1

চট্টগ্রাম: সুবিধা বঞ্চিত শিশুদের আশ্রয় কেন্দ্রের নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অপরাধে রফিকুল ইসলাম (২৬) নামের এক ডিজিটাল প্রতারককে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট।

শনিবার (৮ জানুয়ারি) রাতে পরিদর্শক সঞ্জয় কুমার সিনহার নেতৃত্বে পরিচালিত অভিযানে কুমিল্লার দাউদকান্দি থানার রায়পুর বাস স্ট্যান্ডের চৌধুরী হোটেল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রফিকুল ইসলাম কুমিল্লার চান্দিনা থানার আম্বরপুর আবদুল জলিলের বাড়ির মৃত আবদুর রহিমের পুত্র।

পুলিশ জানিয়েছে, রফিকুল ইসলাম দীর্ঘ দিন ধরে চট্টগ্রাম সিটির কোতোয়ালীর ফিরিঙ্গিবাজারে ‘উপলব্ধি’ নামক সুবিধা বঞ্চিত শিশুদের আশ্রয় কেন্দ্রের বিভিন্ন ছবি ব্যবহার করে বিভিন্ন ফেইক আইডির মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তিদের কাছে সহায়তা চেয়ে মেসেজ পাঠিয়ে বিকাশ ও ব্যাংকের মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়। সে পেশায় একজন ইন্টারনেট টেকনিশিয়ান ও কুমিল্লা দাউদকান্দি থানার রায়পুর বাস স্ট্যান্ড রিফা ব্রডব্যান্ডে কর্মরত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমেরিকা ও মালয়শিয়াসহ ভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের কাছ থেকে ফেসবুক ও অন্য সামাজিক মাধ্যমে মিথ্যা পরিচয় দিয়ে সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তা পাওয়ার জন্য মেসেজ ও মেইল পাঠিয়ে সাহায্য চেয়ে প্রবাসীদের দেয়া লাখ লাখ টাকা আত্মসাতের কথা স্বীকার করেছে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন