শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

শিরোনাম

সুশান্তের পর সড়ক দুর্ঘটনায় নিহত তার পরিবারে ৫ জন

বুধবার, নভেম্বর ১৭, ২০২১

প্রিন্ট করুন
759d398ee97681cbf4d730a31a1f6367bf4f2dc8cd00ef2c 1

চলমান ডেস্ক: বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পরিবারের ৫ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ভারতের বিহারে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন সুশান্তের বোনের স্বামী আইপিএস কর্মকর্তা ও পি সিংও । 

এছাড়া এই অভিনেতার ২ ভাগনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই মারা গেছেন গাড়িচালক এবং গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের পাটনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

জানা যায়, সুশান্তের পরিবারের সদস্যরা বিহারের জামুই-য়ে ফিরছিলেন। সিকান্দ্রা-শেখপুরা সড়কে সুশান্তের পরিবারের গাড়িটির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগলে দুর্ঘটনা ঘটে। ওই সময় চালক ঘুমিয়ে পড়লে ঘুমিয়ে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত বছর ১৪ জুন মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে সুশান্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন