সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

সেই চার সন্তানের মা হত্যার নেপথ্যে পরকীয়া!

শনিবার, ডিসেম্বর ১১, ২০২১

প্রিন্ট করুন
Long Island Man Arrested 1

নিজস্ব প্রতিবেদক: সেন্টারেচের লং আইল্যান্ডে নিখোঁজের খবর পাওয়ার আটদিন পর চার সন্তানের মায়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে আটকের পর হত্যা নিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।  

অভিযুক্তের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই নারীকে হত্যার পেছনে রয়েছে পরকীয়া প্রেম। 
নিহত মেলিসার স্বামী মার্সেলো মোলিনারির ফোনের জিপিএস ডেটা তদন্ত করে পুলিশ জানিয়েছে, তিনি (মার্সেলো) ২৩ নভেম্বর সকালে মিডল আইল্যান্ডের রকি পয়েন্ট পাইন ব্যারেন্স স্টেট ফরেস্টে গিয়েছিলেন। সেখানেই বৃহস্পতিবার তার স্ত্রী মেলিসার লাশ পাওয়া যায়।

কর্তৃপক্ষ বলছে,  নিহত ওই মহিলাকে  প্রায় ২০ বার  ছুরিকাঘাত করা হয়েছিল। আর এটা হয়েছে তাদের নিজ বাসায়।  সেখানে তল্লাশি করে পুলিশ যাবতীয় প্রমাণ জব্দ করেছে। এছাড়া লাশ পরিবহনের গাড়িও চিহ্নিত হয়েছে। 

পুলিশ কর্মকর্তারা বলেছেন, নভেম্বরের শুরুতে পরিবারটি ডিজনি ওয়ার্ল্ডে ভ্রমণে গিয়েছিলো। সেখানে মেলিসার প্রেমের বিষয়ে জানতে পারেন মার্সেলো। তখন থেকে হত্যার ছক আঁকেন মার্সেলো।

এইদিকে পুলিশ নিহত ও মহিলার সাথে প্রেমের সম্পর্ক থাকা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে সে দাবি করে নভেম্বরের শুরুতেই তাদের সম্পর্ক শেষ হয়ে যায়। 

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) নিহত মেলিসা মোলিনারিকে মিডল আইল্যান্ডের কুরানস রোডের রকি পয়েন্ট ব্যারেন্স স্টেট ফরেস্টে তার লাশ খুঁজে পায় পুলিশ। 

জানা গেছে, মেলিসা মোলিনারি (৩৮) চার সন্তানের মা। সর্বশেষ গত ২১ নভেম্বর লোলি লেনে  তাঁর নিজ বাড়িতে দেখা গিয়েছিল। পরে ২ ডিসেম্বর তাঁর নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। 

এ ঘটনায় নিহতের স্বামী মার্সেলো মোলিনারিকে (৪৩) আটক করে পুলিশ। তার বিরুদ্ধে ‘সেকেন্ড-ডিগ্রি’ খুনের অভিযোগ আনা হয়েছে।শুক্রবার সেন্ট্রাল ইস্লিপের প্রথম জেলা আদালতে তাকে হাজির করা হয়। 

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন